১৫০ বছর ধরে কলকাতার বুকে চলছে ট্রাম। কিন্তু, সময়ের সঙ্গে সঙ্গে এখন সেই ট্রাম প্রায় বিলুপ্ত হতে চলেছে। বর্তমানে কলকাতার রাস্তায় হাতেগোনা কয়েকটি রুটে ট্রাম চলে। তাও সেগুলির অবস্থা ভালো নয়। এই অবস্থ𒐪ায় কলকাতার এই প্রাচীন পরিবহণকে বাঁচাতে কমিটি গঠন করার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। সেই নির্দেশ মেনেই গঠিত হল কমিটি। ১০ জনের বেশি সদস্য নিয়ে এই কমিটি গঠন করেছে রাজ্য সরকার। যার মধ্যে পরিবহণ দফতরের ৭জন আধিকারিক রয়েছেন। এছাড়াও এই কমিটিতে রয়েছে স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য, ট্রাম লাভার সংগঠনের সদস্য, কলকাতা পুরসভার হেরিটেজ কমিটির সদস্য এবং এই দাবিতে মামলা করা সুলগ্না মুখোপাধ্যায়।
আরও পড়ুন: মহানগরীতে ট্রাম চালജাতে চায় পরিবহণ দফতর, জটিলতা ঠি🅰ক কোথায় হচ্ছে?
কী কাজ করবে এই কমিটি?
পরিবহণ দফতর সূত্রে জানা গিয়েছে, মূলত ট্রামকে কীভাবে বাঁচিয়ে রাখা যায় তাই নিয়ে ভাবনাচিন্তা এবং পদক্ষেপ করবে এই কমিটি। সময়ের সঙ্গে সঙ্গে খাপ খাইয়ে কীভাবে এই ট্রামকে আধুনিক করা যায় তা নিয়ে ভাবনা চিন্তা করবে। দুষণহীন যান হিসেবে ট্রামের গুরুত্বকে অবগত করাবে। প্রভৃতি বিষয়ে কাজ করবে এই কমিটি। পাশাপাশি ট্রামের ফলে শহরের রাস্তায় তৈরি হওয়া যানজটের বিষয়টিও মাথায় রাখবে এই কমিটি। আগে কলকাতার বহু রুটে এই যান চলত। কিন্তু, তা কমতে কমতে বর্তমানে ৩টি রুটে ট্রাম চলে। তবে বর্তমানে যে পরিস্থিতি তাতে ঐতিহ্যবাহী এই যানকে বাঁচানো না হলে আগামী দিনে বন্ধ হয়ে যাবে এই যান। এমনই আশঙ্কা করেছিল ট্রাম লাভারস সংগঠন। তাই ট্রামকে বাঁচাতে কলকাতা হাইকোর্টে মামলা করেন সুলগ্না। সেই মামলার ভিত্তিতে কলকাতা হাইকোর্ট কমিটি গঠনের নির্দেশ দ𓆉িয়েছে।