বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে তৃণমূলের প্রার্থী হয়েছেন বাবুল সুপ্রিয়। আগামী মাসে নির্বাচন হওয়ার কথা রয়েছে। সেই লক্ষ্যে জোরকদমে প্রচার শুরু করে দিয়েছে তৃণমূল। এর আগে বিজেপির টিকিটে আসানসোল লোকসভা নির্বাচনে জিতে মন্ত্রী হয়েছিলেন বাবুল সুপ্রিয়। এর পরেই তৃণমূলে যোগ দেন। এখন তাঁকে বিধানসভা উপ নির্বাচনের প্রার্থী করেছে তৃণমূল। তাঁর দল পরিবর্তন নিয়ে এর আগেও বহুবার খোঁচা দিয়েছে বিজেপি এবং সিপিএম। এবার তাঁকে ‘গিরগিটি’ বলেই কটাক্ষ করলেন সুজন চক্রবর্তী। তিনি বলেন, ‘আগে বিজেপিতে ছিল এখন তৃণমূলে আছে। গিরগিটির রঙ বদল করতেও সময় লাগে। কিন্তু তার চেয়েও তাড়াতাড়ি রঙ বদল করে নিয়েছেন বাবু💦ল সুপ্রিয়।’
সুজন চক্রবর্তী আরও বলেন, ‘বাংলায় তৃণমূল থেকে বিজেপি আবার বিজেপি থেকে তৃণমূলে আসার ব্যাপারটা নিয়মিত লেগেই রয়েছে। তৃণমূল এবং বিজেপি পশ্চিমবাংলার রাজনীতিকে কলুষিত করছে। গিরগিটি মার্কাܫ চেহারা বাংলার রাজনীতিতে প্রকট হচ্ছে।’ প্রসঙ্গত, বাবুল সুপ্রিয়র একটি ছবিও নিজের টুইটারে পোস্ট করেছেন সুজন চক্রবর্তী। যেখানে দেখা যাচ্ছে একদিকে রয়েছে বিজেপির পতাকা এবং উত্তরীয় পরে রয়েছেন বাবুল সুপ্রিয় এবং অন্যদিকে, তৃণমূলের ঝাণ্ডা হাতে তুলে নিয়ে তৃণমূলের উত্তরীয় পরে থাকতে দেখা যাচ্ছে তাঁকে। তবে আরও দেখা গেছে সেখানে তিনি ইসলাম ধর্মের মত মাথায় টুপি পড়ে রয়েছেন।
সোশ্যাল মিডিয়ায় বাবুল সুপ্রিয়র এই ছবি ভাইরাল হয়েছে। সিপিএম নেতা শতরূপ ঘোষও তাঁর ফেসবুক প্রোফাইলে এই ছবি শেয়ার করেছেন। অন্যদিকে, এই বিষয়টি প্রকাশ্যে আসতেই পাল্টা কটাক্ষ করতে ছাড়েননি বাবুল সুপ্রিয়। তিনি টুইটারে লিখেছেন, ‘বেশি আত্মবিশ্বাস বিপদজনক। একবার দলবদল করাকে জামা বদল বলা যায় না।’পাশাপাশি বাবুল সুপ্রিয় একটি গানও কিছুꦺদিন আগে শেয়ার করছিলেন সুজন চক্রবর্তী। যেখানে তৃণমূলের বিরুদ্ধে বাবুল সুপ্রিয়র গ🌺াওয়া গান তুলে ধরে কটাক্ষ করেন সুজন চক্রবর্তী।