নিয়োগ দুর্নীতি 𒁃মামলায় গ্রেফতার সুজয়কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের জন্য SSKM হাসপাতালকে ফের চিঠি দিল ᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚED. গত শনিবার পাঠানো এই চিঠিতে কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের জন্য নতুন তারিখ জানাতে বলা হয়েছে। আদালতের নির্দেশে যে কোনও জায়গায় সুজয়কৃষ্ণের কণ্ঠস্বর সংগ্রহ করতে পারবে ইডি।
নিয়োগ দুর্নীতির তদন্তে ইডির কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ হাতিয়ার হয়ে উঠতে পারে সুজয়কৃষ্ণের কণ্ঠജস্বরের নমুনা। সেজন্য গ্রেফতারির পর থেকেই তাঁর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন তদন্তকারীরা। কিন্তু তার পর ৫ মাস কাটলেও এখনো সাফল্য পাননি তাঁরা। গত মাসে ইডির আবেদনের ভিত্তিতে আদালত নির্দেশ দেয়, যে কোনও জায়গায় গিয়ে সুজয়কৃষ্ণের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে পারবে তারা। এর পর গত সপ্তাহে সুজয়কৃষ্ণের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে পৌঁছন ইডির আধিকারিকরা। সঙ্গে ছিলেন ফরেন্সিক বিশেষজ্ঞও। হাসপাতালে ৫ ঘণ্টা অপেক্ষা করলেও কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের অনুমতি পাননি তাঁরা। সুজয়কৃষ্ণ💧ের চিকিৎসার দায়িত্বে থাকা চিকিৎসকরা জানান, তাঁর মানসিক অবস্থা ভালো নয়। এখনই কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করলে তিনি মানসিক অবসাদের স্বীকার হতে পারেন।
কয়েকদিন অপেক্ষার পর গত শনিবার ফের সুজয়কৃষ্ণের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের দিন জানতে চেয়ে SSKM কর্তৃপক্ষকে চিঠি দিয়েছে ইডিꦐ। তবে সোমবার সকাল পর্যন্ত সেই চিঠির কোনও জবাব পাওয়া যানি বলে ইডি সূত্রে খবর। হাসপাতালের তরফে কোনও সদর্থক জবাব পাওয়া না গেলে ইডি ফের আদালতের দ্বারস্থ হতে পারে বলে সূত্রের খবর।
ইডি সূত্রে জানা গিয়েছে, উলুবেড়িয়ার বাসিন্দা এক সিভিক ভলান♓্টিয়ারকে দিয়ে নিয়োগ দুর্নীতির যাবতীয় লেনদেন করাতেন কালীঘাটের কাকু। গ্রেফতারির আগে ফোন করে তাঁকে ফোন করে তাঁর ফোনে থাকা যাবতীয় তথ্য মুছে ফেলার নির্দেশ দেন তিনি। সিভিক ভলান্টিয়ারের ফোন থেকে সেই কথপোকথনের রেকর্ডিং পেয়েছে ইডি। সেই কণ্ঠস্বরের সঙ্গে সুজয়কৃষ্ণের কণ্ঠস্বর মিলিয়ে দেখতে চান গোয়েন্দারা।