আরজি করকাণ্ডে মঙ্গলবারই সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। আদালতের নির্দেশ পেয়েই কোমর বেঁধে নেমে পড়েছেন সিবিআইয়ের আধিকারিকরা। এরই মধ্যে দিল্লিতে অমিত শাহের সঙ্গে দেখা করে এই ঘটনায় দ্রুত তদন্ত শেষ করে দোষীদের শাস্তি দেওয়ার দাবি জানাতে চলেছেন রাজ্ไয বিজেপি সভাপতি তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। বুধবার সকালে দিল্লি উড়ে যাওয়ার সময় দমদম নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে একথা বলেন তিনি।
আরও পড়ুন - আরজি ক♌রকাণ্ডে ছেলেকে জড়িয়ে বদনাম করার চেষ্টা করছে দলেরই একাংশ: সৌমেন মহাপাত্র
পড়তে থাকুন - ন্যাশনাল মেডিক্যালের অধ্যক্ষ পদে বসতে🤡 পারবেন না সন্দীপ, স্থগিতাদেশ হাইকജোর্টের
সুকান্তবাবু বলেন, ‘সিবিআ♔ই তদন্ত শুরু হয়েছে। তদন্ত যেন সঠিক পথে হয় এবং অবশ্যই যেন দ্রুত শেষ হয় অমিত শাহের সঙ্গে দে⭕খা করে সেই অনুরোধ জানিয়ে আসব।’
সুকান্তবাবুর প্রশ্ন, 'মেডিক্যাল কলেজের মধ্যে যদি কোন মহিলাকে নিরাপত্তা না দেওয়া যায় শুধুমাত্র রাতে বাড়ির বাইরে বেরিয়েছেন বলে! স্বাধীনতার ৭৫ বছর পর তাহলে আমরা কী করলাম? স্💞বাধীনতা নিয়ে প্রশ্ন উঠে যায়। মধ্যযুগীয় এই মন্তব্যের নিন্দা হওয়া উচিত। রাজ্যজুড়ে নিন্দা হচ্ছে।’
সুকান্তবাবুর দাবি, ‘ড্রাগ পাচার বা অন্য কোনও বি🌊ষয় জেনে গিয়েছিলেন 🧸বলেই হয়তো আক্রোশ থেকে খুন করা হয়েছে মহিলা চিকিৎসককে।’
তাঁর অনুমান, ‘যাকে ধরা হয়েছে আমার মনে হয় না সে আসল অপরাধী। সে অপরাধীদের মধ্যে একজন। শুধু ধর্ষণের জন্য এই খুন হতে পারে না। সংবাদমাধ্যমে জানতে পারছি আগে ঘাড় ভেঙে দেওয়া হয়ে🐼ছে। আমরা সংবাদ মাধ্যমে যা শুনছি তাতে আগে থেকে আক্রোশ ছিল। কানাঘুষো শুনছি ড্রাগ র্যাকেট, সেক্স র্যাকেট চলতো হাসপাতালে। মুর্শিদাবাদের এক সংসদের আত্মীয় যুক্ত রয়েছেন।’
আরও পড়ুন - আরজি কর-কাণ্ডে পুলিশি তদন্তে অনাস্থা, CBI তদন্তের ন💛ির্দেশ দিল কলকাতা হাইকোর্ট
ঘটনার পরই সেমিনার রুমের পাশের ঘর সংস্কার নিয়ে তিনি বলেন, ‘প্রিন্সিপালকে মমতা বন্দ্যোপাধ্যায় কেন আদর যত্নে রাখে, তা 🎃এবার বোঝা যাচ্ছে..’