ইডির তলবে সিজিও কমপ্লেক্সে হাজিরা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়। গত শুক্র▨বার তাঁকে তলব করেছিল ED. ইডির তলবকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন সুমিত। তবে সেই মামলার শুনানির ꦚআগেই ইডি দফতরে হাজিরা দিলেন তিনি।
ইডি সূত্রে খবর, নিয়োগ দুর্নীতিকাণ্ডে উঠে আসা লিপস অ্যান্ড বাউন্ডস সংস্থায় একসময় কর্মরত ছিলেন তিনি। সেই সূত্রেই তাঁকে তলব করা হয়েছে। সংস্থায় তাঁর ভূমিকা কী ছিল? সংস্থাটি কী ধরণের কাজ কর্ম করত? তখন সংস্থার ডিরেক্টর কারা ছিলেন? সংস্থায় তাদের ভূমিকা কী ছিল? এসব তাঁর কাছে জানতে চাইতে পারেন গোয়েন্দারা। এদিন ইডি দফতরে ঢোকার সময় সাংবাদিকদের সঙ্গে কোনও কথা বল🤡েননি সুমিতবাবু।
আপ্ত সহায়ককে ইডি তলব করায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। শুক্রব♉ার তিনি বলেন, ‘অভিষেকের পিএ হল কালেক্টর। ফলের ঝুড়িতে টাকা আসত। আর স♔েই টাকা গুছিয়ে রাখত ও। ইডি সঠিক জায়গায় হাত দিয়েছে। এবার মনে হচ্ছে তদন্ত সঠিক পথে এগোচ্ছে। সুমিতকে চেপে ধরলেই সব তথ্য বেরিয়ে আসবে।’ এবার দেখার সুমিত রায়কে জেরা করে কী তথ্য পান গোয়েন্দারা।