১০০ দিনের কাজে রাজ্যের বকেয়ার দাবিতে দিল্লি অভিযানের পর ৩ দিন ধরে রাজভবনের সামনে ধরনায় বসে রয়েছে তৃণমূল। সেই ধরনাকে শনিবার তীব্র কটাক্ষ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দꦏু অধিকারী। এদিন তিনি বলেন, দুর্নীতিতে অভিযুক্ত ভাইপো ও তাঁর পরিবারকে বাঁ🥃চাতেই তৃণমূলের এই ধরনা।
এদিন শুভেন্দুবাবু বলেন, ‘ভারতীয় জনতা পার্টি কখনওই টাকা আটকানোর কথা বলেনি, চুরি আটকানোর কথা বলেছে। আজও আমরা একই অবস্থানে অনড়। আমাদের রাষ্ট্র✱মন্ত্রী রয়েছেন এখানে। পশ্চিমবঙ্গে গত দেড় বছর ধরে ৪টি লোকসভা কেন্দ্রে তিনি কাজ করছেন। তিনি আমাদের সঙ্গে সহমত। আমরা চুরি আটকাতে চাই, কখনও টাকা আটকাতে চাই না’।
শুভেন্দু বলেন, ‘ভাইপোর নেতৃত্বে যেটা হচ্ছে সেটা সম্পূর্ণ মুখ্যমন্ত্রী পিছন থেকে করাচ্ছেন। ভাইপোর পুরো পরিবার দুর্নীতির অভিযোগে জড়িয়ে গিয়েছে। তাঁর পরিবারকে তদন্তকারীরা ডেকেছে। এখান থেকে দৃষ্টি☂ ঘোরানোর জন্য এই কাজটা করা হয়ে🔴ছে। বলছে অষ্টমীর দিনও এখানে বসে থাকবে। উদ্দেশটা হচ্ছে যাতে তদন্তকারী সংস্থা ও বিচারব্যবস্থা এই অভিযুক্ত নেতা ও অভিযুক্ত পরিবারকে স্পর্শ করতে না পারে। এটাই তৃণমূলের গোপন এজেন্ডা’। এমনকী পুজোর পরে আবাস যোজনায় বঞ্চিতদের নিয়ে কালীঘাট অভিযানেরও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।