নবান্নে বসে রাজনৈতিক মন্তব্য করেছেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিব🐓েদী। এই অভিযোগ করে তাঁকে বিধানসভায় সাংবাদিক বৈঠক থেকে তীব্র আক্রমণ করলে꧃ন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বললেন, অবসরের পর তৃণমূলের মহাসচিব হবেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। এমনকী তাঁর শাস্তির দাবিতে তিনি বৃহস্পতিবারই কেন্দ্রকে চিঠি লিখতে চলেছেন বলে জানিয়েছেন তিনি।
এদিন শুভেꦰন্দুবাবু বুধবার নবান্নে মুখ্যমন্ত্রী ও মুখ্যসচিবের সাংবাদিক বৈঠকের অংশবিশেষ মোবাইল ফোনে শোনান। সেখানে মুখ্যসচিবকে কেন্দ্র ও রাজ্যের ঋণের পরিমান নিয়ে আলোচনা করতে শোনা যায়। আলোচনার সময় কেন্দ্রীয় সরকারকে ‘ওদের’ বলে উল্লেখ করেন তিনি।
এর পর শুভেন্দুবাবু বলেন, ‘মুখ্যসচিবের ৬ মাসের এক্সটেনশন হয়েছে। তার মধ্যে ১ মাস হয়ে গিয়েছে। বাকি রয়েছে ৫ মাস। তার পর উনি তৃণমূলের মহাসচিব হব🏅েন। মুখ্যসচিব বোধ হয় ভুলে গিয়েছেন যে উনি কে🦩ন্দ্রীয় সরকার থেকে ডেপুটেশনে রাজ্যে এসেছেন। ওঁর কাছে দিল্লিতে ভারত সরকার হচ্ছে ‘ওদের’। আমি আজই কেন্দ্রীয় সরকারকে চিঠি লিখে মুখ্যসচিবের অবসরকালীন সুযোগ সুবিধা বন্ধের দাবি জানাব। সঙ্গে তাঁপ বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপের দাবিও জানাব আমি। আমি ওনার বক্তব্যের ইংরাজি তর্জমা করেছি। সঙ্গে সেটাও পাঠাব।’