শুক্রবার বিধানসভায় অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে আসতে পারেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ সংক্রান্ত শুনানিতে হাজির থাকতে পারেন তিনি। বৃহস্পতিবার এই♌ বিষয়ে চꦍিঠি পাঠিয়েছেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়।
রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে অনির্দিষ্টকালের জন্য সাসপেন্ড করেছেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। এরইমধ্যে মুকুল রায়ের বিধায়ক পদ খারিজের শুনানিতে শুভেন্দুর অধ্যক্ষের কাছে হাজিরা দেওয়ার প্রয়োজনীয়তা দেখা দেয়। এই বিষয়ে রাজ্যের বিরোধী দলনেতার তরফে অধ্যক্ষের দফতরের কাছে জানতে চাওয়া হয়, তিনি কোন পথে অধ্যক্ষের ঘরে হাজির হবেন। চিঠির উত্তরে বিধানসভার অধ্যক্ষ জানান, ‘মুকুল রায়ের বিধায়ক পদ খারিজের শুনানিতে অংশ নিতে শুভেন্দু অধ্যক্ষের ঘরে আসতেই পারেন। তবে বিধানসভার ইনার লবি এড়িয়ে তাঁকে আসতে হবে।’ বিধানসভার সচিবালয় সূত্রে খবর, সাসপেন্ড থাকার সময়ে কোনও বিধায়ক বিধানসভার ইনার লবিতে প্রবেশ🐼 করতে পারেন না।