তৃণমূল নেতা মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ নিয়ে কলকাতা হাইকোর্ট সম্প্রতি বিধানসভার স্পিকারকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার নির্দেশ দিয়েছিল। তার ভিত্তিতে বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন পুনরায় দু’পক্ষের শুনানি করার পরেই তিনি সিদ্ধান্ত নেবেন। ঠিক হয়েছে আগামী শুক্রবার বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের ঘরে মুকুল রায়ের🎶 বিধায়ক পদ মামলার শুনানি হবে। মুকুলের বিধায়ক পদ খারিজের দাবিতে মামলাটি করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কিন্তু, বর্তমানে তিনি সাসপেন্ড রয়েছেন। বিধানসভার ভিতরে বেশ কিছু অংশে প্রবেশের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছেন স্পিকার। ফলে মুকুল মামলার শুনানিতে কোন পথে তিনি স্পিকারের ঘরে যাবেন এই জানতে চেয়ে চিঠি দিলেন শুভেন্দু অধিকারী।
আজ বুধবার ইমেল মারফত তিনি বিধানসভার স্পিকারের কাছে চিঠি পাঠিয়েছেন শুভেন্দু অধিকারী। একইসঙ্গে, তাঁকে পাঠানো গত ৩১ মার্চের চিঠিরও কথাও উল্লেখ করেছেন শুভেন্দু। চিঠিতে 𓆉সাসপেন্ড হওয়ার পর শুভেন্দুর বিধানসভায় প্রবেশের ক্ষেত্রে গতিবিধি নিয়ন্ত্রণের কথা বলা হয়েছে।
সেই চিঠিকে এখন হাতিয়ার করেই স্পিকারকে চিঠি লিখেছেন শুভেন্দু। যদিও ওই চিঠিতে বলা হয়েছিল, কেবলমাত্র অধিবেশন কক্ষ এবং কক্ষ লাগোয়া অংশে সাসপেন্ডেড বিজেপি বিধায়করা যেতে পারবেন না। তাই বিরোধী দলনেতা যে প্রশ্ন তুলে স্পিকারকে চিঠি দিয়েছেন তা খুব বেশি যুক্তিযুক্ত নয় বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য, বিধানসভায় তৃণমূল বিধায়করা সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েছিলেন বিজেপি বিধায়করা। শুভেন্দಞু অধিকারী সহ পাঁচ বিজেপি বিধায়ককে সাসপেন্ড করে দিয়েছ꧅িলেন স্পিকার।