রোগী এক হাসপাতাল থেকে আর এক♎ হাসপাতালে রেফার করে দেওয়ার রেওয়াজ পছন্দ নয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সে কথা তিনি বারবার বলেছেনও। কিন্তু তার পরও জেলা থেকে রোগী রেফার হয়ে কলকাতায় চলে আসে। তাতে শহরের হাসপাতালে চাপ বাড়ে। আবার গ্রামের প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র থেকেও রোগী রেফার করা হয়। তখন সেই রোগী মহকুমা কিংবা জেলা হাসপাতালে ভর্তি হন। কলকাতা শহরে ঠিক এমন ঘটনা দেখা যায় না। রোগী রেফার হয়। কিন্তু ওই রোগী পুর–স্বাস্থ্যকেন্দ্র থেকে বড় হাসপাতাল বা মেডিকেল কলেজে যাবেন কিনা তার কোনও নির্দিষ্ট নিয়ম বেঁধে দেওয়া নেই।
এই পরিস্থ🔯িতিতে এবার স্বাস্থ্য দফতর একটি নির্দেশ দিয়েছে। এই নির্দেশের জেরে এবার নিয়মে বদল আসতে চলেছে। কলকাতা পুরসভার ১৪৪টি ওয়ার্ডের ১৬টি বরো এলাকা রয়েছে। এবার তাদে🐲র জন্য নির্দিষ্ট করে দেওয়া হল ‘রেফারেল হাসপাতাল’। রাজ্য স্বাস্থ্য দফতরের এই সিদ্ধান্তে রোগীকে এক হাসপাতাল থেকে অন্যত্র ঘুরে বেড়াতে হবে না। তাছাড়া শহরের হাসপাতালগুলিতেও চাপ অনেকটা কমে যাবে। এই নিয়ে একটি বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য স্বাস্থ্য দফতর।
ঠিক কী আছে বিজ্ঞপ্তিতে? এই বিজ্ঞপ্তিতে কোন বরো এলাকার রোগীকে কোথায় রেফার করা যাবে তার উল্লেখ করা হয়েছে। সেখানে উল্লেখ করা হয়েছে, কলকাতা পুরসভারౠ ১ থেকে ৯ নম্বর ওয়ার্ডে অবস্থিত পুর–স্বাস্থ্যকেন্দ্র থেকে রেফার করতে হবে নর্থ সুবার্বন এবং আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে। আর কলকাতা পুরসভার ২ নম্বর বরোর পুর–স্বাস্থ্যকেন্দ্র থেকে রেফার করা যাবে রোগীকে আরজি কর হাসপাতালে এবং কলকাতা মেডিক্যাল কলেজে। ৩ নম্বর বরোর ক্ষেত্রে থাকছেඣ আরজি কর এবং নীলরতন সরকার মেডিক্যাল কলেজ। তবে ৪, ৫👍 এবং ৬ নম্বর বরোর জন্য থাকছে কলকাতা মেডিক্যাল, ট্রপিক্যাল এবং নীলরতন সরকার হাসপাতাল।