পশ্চিমবঙ্গকে অশান্ত করলে পালটা উত্তরপূর্বকে অশান্ত করার হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতার সেই হুঁশ൩িয়ারিত✤ে উদ্বেগ প্রকাশ করলেন কেন্দ্রের উত্তর-পূর্ব উন্নয়ন প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। বুধবার বিকেলে সাংবাদিক বৈঠকে কেন্দ্রীয় এজেন্সির কাছে তিনি আহ্বান করেন, মমতা বন্দ্যোপাধ্যায় কোন কোন বিদেশি নেতার সঙ্গে বৈঠক করছেন তার ওপর নজর রাখুন।
আরও পড়ুন – ১০০ পার্সেন্ট মিথ্যে বলেছেন’ পুলিশের মহিলা DC, বিস্ফোরক RG করের চিকি𒈔ৎসক♑ের বাবা
পড়তে থাকুন - চাইলে আজ মমতার বাড়ি অবধি ঢুকꦿে যেতে পারত…ভাইপো আপনি…ছোট্ট পরামর্শ দিলেন শুভেন্দু
সুকান্তবাবু বলেন, ‘ভারতের সাংবিধানিক কাঠামোর মধ্যে একটা রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে তিনি বলছেন, বাংলাকে অশান্ত করার চেষ্টা হলে আসাম অশান্ত হবে, মণিপুর অশান্ত হবে। উত্তরপূর্বকে অশান্ত করার কথা বলছেন। এ কার ভাষা? এতো বাংলাদেশের জামাতের ভাষা! ভারতবিরোধী শক্তিগুলোর ভাষা। আমি ভারতবর্ষের আভ্যন্তরীন ও বাহ্যিক সুরক্ষার দায়িত্বে থাকা কেন্দ্রীয় এজেন্সিগুলিকে অনুরো👍ধ জানাব যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর সতর্ক দৃষ্টি রাখুন। কোন কোন বিদেশি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করছেন, তার প্রতি তীক্ষ্ণ নজর রাখুন।’
আরও পড়ুন - উড়ে গেল♍ বাড়ির চাল, উপড়ে গেল গাছ, মাত্র ১০ মিনিটের ঝড়ে লন্ডভন্ড হাওড়ার গ্রাম