'তরুণী সাংবাদিকের শ্লীলতাহানি'র অ♛ভিযোগ♕ে আবারও পুলিশের জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হল সিপিএম থেকে আপাতত সাসপেন্ড, প্রবীণ রাজনীতিক তন্ময় ভট্টাচার্যকে।
বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুসারে, শনিবার তাঁকে ফের তলব করেন তদন্তকারী পুলিশ আধিকারিকরা। এদিন তাঁকেꦬ 🌊তৃতীয়বারের জন্য বরাহনগর থানায় ডেকে পাঠানো হয়। এর আগে দু'বার এই ঘটনায় তাঁকে জিজ্ঞাসাবাদ করেছিল পুলিশ।
শনিবার প💝্রায় এক ঘণ্টা ধরে তন্ময়ের সঙ্গে কথা বলেন তদন্তকারী পুলিশ আধিকারিক ও কর্মীরা। যদিও পুলিশের জিজ্ঞাসাবাদ এখানেই যে শেষ হচ্ছে না, তাও জানিয়ে দেওয়া হয়েছে।
বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত খবর 📖অনুসারে, তন্ময় নিজেই জানিয়েছেন, আগামী ২৬ নভেম্বর তাঁকে ফের বরাহনগর থানায় ডাকা হয়েছে। সেদিনও তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে।
তন্ময় কি ওই দিন আসবেন পুলিশের মুখোমুখি হতে? প্রবীণ বাম নেতা জানিয়েছেন, তিনি অবশ্যই সেদিন থানা꧋য় 🅠আসবেন এবং তদন্তকারী পুলিশ কর্মীদের সঙ্গে সহযোগিতা করবেন।
প্রসঙ্গত, আরজি কর ধর্ষণ ও খুনের ঘটনা নিয়ে যখন রাজ্য রাজনীতি উত্তাল, তার ঠিক কিছুদিনের মধ্যেই তন্ময় ভট্টাচার্যকে নিয়ে তুমুল আলোচনা ও জ🅠ল্পনা শুরু হয়। যার নেপথ্যে ছিল এক তরুণী সাংবাদিকের একটি চাঞ্চল্যকর ফেসবুক লাইভ।
সেই তরুণী অভিযোগ করে𒀰ন, তিনি যখন তন্ꦺময়ের সাক্ষাৎকার নিতে গিয়েছিলেন, তখন প্রবীণ রাজনীতিক তাঁর 'কোলে বসে পড়েন'!
স্বাভাবিকরভাবেই এই ফেসবুক লাইভ ছড়িয়ে পড়তেই রাজ্য রাজনীতিতে নতুন আলোচনা শুরু হয়। আরজি কর কাণ্ডের প্রতিবাদে এবং জুনিয়র চিকিৎসকদের আন্দಞোলনের সমর্থনে আগাগোড়া বামেদের সুর চড়াতে দেখা গিয়েছিল।
কিন্তু, তন্ময়ের ব💧িরুদ্ধে তরুণী সাংবাদিকের শ্লীলতাহানির অভিযোগ উঠতেই সেই বামেরা পালটা চাপে পড়ে যায় বলে ඣমনে করে ওয়াকিবহাল মহলের একাংশ।
সূত্রের দাবি, বাইরের চাপের পাশাপাশি সিপিএমের অন্দরেও তন্ময়কে নিয়ে চাপ বাড়তে থাকে। যার জেরে তন্ময়কে সাময়িকভাবে দল থেকে সাসপেন্ড করা হয়। সেইসঙ্𝔉গে, প্রবীণ বাম নেতার বিরুদ্ধে অভ্যন্তরীণ তদন্তেরও নির্দেশ দেয় দলীয় নেতৃত্ব।
সিপিএমের তরফে জানিয়ে দেওয়া হয়, তদন্ত রিপোর্ট না আসা পর্যন্ত তন্ময়ের উপর থেকে সাসপেনশন প্রত্যাহার করা হবে না। তদন্👍ত রিপোর্ট হাতে আসার পর তা খতিয়ে দেখেই পরবর্তী পদক্ষেপ করা হবে।
অন্যদিকে, এর মধ্যেই তন্ময় ভট্টাচার্যের বিরুদ্ধে স্থানীয় বরাহনগর থানায় অভিযোগ দ🐽ায়ের করেন ওই তরু🤡ণী সাংবাদিক। পুলিশ তাঁর অভিযোগ গ্রহণের পাশাপাশি বয়ান রেকর্ডও করে।
তরুণীর সেই অভিযোগের ভিত্তিতেই তন্ময়কেও দফায়-দফায় জিজ্ঞাসাবাদ করে পুলিশ। সেই প্রক্রিয়া শনিবারও চলেছে এবং আগামী দিনেও যে চলব💝ে, তাও স্পষ্ট করে দিয়েছে পুলিশ প্রশা🦋সন।