বিনিয়োগের দুনিয়ায় বাংলাকে তুলে ধরতে আ👍জ, বুধবার থেকে শুরু হল বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন। বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে হওয়া এই অনুষ্ঠানে যেন চাঁদের হাট। আর সেখানেই উপস্থিত থাকতে দেখা গেল টাটা গোষ্ঠীকে। শুধু উপস্থিত থাকাই নয়, রীতিমতো বিনিয়োগ করার কথা শোনা গেল টাটা স্🦂টিলের ম্যানেজিং ডিরেক্টরের মুখ থেকে।
ঠিক কী দেখা গেল? এদিন তাৎপর্যপূর্ণভাবে সম্মেলনে উপস্থিত হয়েছেন টাটা স্টিলের এমডি টি ভি নরেন্দ্রণ। যে সিঙ্গুরকে কেন্দ্র করে টাটাদের সঙ্গে সংঘাতের আবহ তৈরি হয়েছিল রাজ্য সরকারের, সেখানে টাটাদের মুখ থেকে বিনিয়োগের কথা বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। এদিনের সম্মেলনে ১৯টি দেশ থেকে বাংলার বাণিজ্য সম্মেলনে যোগ দিয়েছেন প্রায় ২৫০ জন প্রতিনিধি। রাজ্যে বিনিয়োগ টান☂তে এই সম্মেলনকে কার্যত পাখির চোখ করেছে রাজ্য সরকার।
ঠিক কী বলেছেন টাটা গোষ্ঠীর কর্তা? এদিন টাটা স্টিলের ম্যানেজিং ডিরেক্টর টি ভি নরেন্দ্রণ বলেন, ‘টাটা স্টিল দীর্ঘদিন ধরে এখানে বিনিয়োগ করে এসেছে। ৬০০ কোটি বিনিয়োগ হবে খড়গপুরে৷ ইউনিট আরও বাড়বে। এমনকী টিসিএস এবং হোটেলেও বিনিয়োগ হবে৷’ এই বিনিয়োগের কথা বলার সঙ্গে সঙ্গে গোটা সম্মেলন মঞ্চ করতালিতে ফেটে পড়ে।🐼 আর বুঝিয়ে দেওয়া অতীত নিয়ে পড়ে থাকলে চলবে না। এখন💃 এগিয়ে যাওয়ার সময় এসেছে।