একুশের নির্বাচনের পর থেকে তাঁকে আক্রমণাত্মক ভূমিকায় দেখা গিয়েছে। টুইট করে তিনি বারবার বিতর্ক তৈরি করেছেন। যার ম🍸ধ্যে চর্চা তুঙ্গে ওঠে তাঁর ‘নগরের নটিরা টাকা নিয়ে কেলি করেছে’ মন্তব্যে। তবে সায়নী ঘোষ বনাম তথাগত রায়ের টুইট যুদ্ধও দেখেছিল নেটাগরিকরা। অভিনেত্রীর পাঁচ বছর আগের টুইট নিয়ে বিতর্ক শুরু হয়েছিল। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছিল যে, সায়নীর বিরুদ্ধে এফআইআর দায়ের করেছিলেন তথাগত রায়। এবার দীপ্সিতা ধরকে নিশানা করলেন তথাগত রায়।
ঠিক কী করেছেন প্র🐬াক্তন মেঘালয়ের রাজ্যপাল? এদিন তথাগত রায় শাড়ি পরা দীপ্সিতার বিদেশের একটি ছবি শেয়ার করেছেন। তাতে তিনি থেমে থাকেননি। বরং তিনি লিখেছেন, ‘দীপ্সিতা ধর আবার কে? ওদের গুরুর গুরু জ্যোতি বসু প্রতিবছর সরকারি খরচে ফুর্তি ﷺকরতে যেত কোথায়? ব্রিটেন আর আমেরিকায়!’ তথাগত রায়ের এই পোস্টটি এখন রাজ্য–রাজনীতিতে বিতর্ক তৈরি করেছে। এই নিয়ে আলোচনা শুরু হয়ে গিয়েছে। নেটদুনিয়ায় অনেকেই নানা প্রশ্ন ও কটূক্তি করেছে।
এই ছবি এবং বিজেপি নেতার মন্তব্যের পর একজন লিখেছেন, ইনি তো কমরেড পদ্মনিধি ঘরের নাতনী। ওনার দাদু একসময় বালি অঞ্চলের ট্রেড ইউনিয়নের মাধ্যমে একের পর এক কারখানায় তালা ঝুলিয়ে ছিলেন। আবার একজন লিখেছেন, ‘তথাগত বাবু আপনি একটি বিষয় পরিষ্কার করে দিলেন যে আপনি উচ্চ শিক্ষিত হলেও রাজনৈতিক ন🗹োংরার বিরুদ্ধে উঠতে পারলেন না। দীপ্সিতা ধর একজন উচ্চমেধাসম্পন্ন ছাত্রী। সে ফ্রান্সে বিতর্ক সভায় অংশ নিতে গিয়েছে। একজন ছাত্রী হিসেবে রাজনৈতিক নেত্রী হিসেবে নয়। অথচ তার ব্যক্তিগত জীবন নিয়ে ফেসবুকে পোস্ট করছেন।’ এর পর তথাগত রায় আর কোনও উত্তর দেননি।