বদলি রুখতে প্রকাশ্য রাজপথে বিষপান করেছিলেন। তার জেরে গুরুতর অসুস্থ হয়ে বেশ কয়েকদিন কেটেছে হাসপাতালে। সুস্থ হয়ে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে গেলেন বদলি হওয়া চার শিক্ষিকা। অভিষেকের দেখা না পেলেও পুলিশের গানꦐ্ধীগিরি দেখলেন তাঁরা।
রবিবার কালীঘাটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি শান্তিনিকেতনে হাজির হন বদলির নির্দেশ প্রত্যাহারের দাবিতে আন্দোলনরত ৪ শিক্ষিকা। ততক্ষণে দিল্লির উদ্দেশে রওন♚া দিয়েছেন তৃণমূলের সাধারণ সম্পাদক। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি শান্তিনিকেতনের সামনে গিয়ে তাঁর সঙ্গে সাক্ষাতের ইচ্ছা প্রকাশ করেন ৪ জন। জানান, তাঁদের যন্ত্রণার কথা খুলে বলতে চান তৃণমূল নেতাকে। কিন্তু ততক্ষণে দিল্লির উদ্দেশে যাত্রা করেছেন অভিষেক। সেকথা জানিয়ে ৪ শিক্ষিকাকে কালীঘাট থানায় নিয়ে যায় পুলিশ।
ফের পুলিশি ঝঞ্ঝাটের ভয়♋ে যখন কাঁটা শিক্ষিকারা তখন থানায় গিয়ে অবাক হয়ে যান তাঁরা। সেখানে পুলিশকর্মীরা শিক্ষক দ♛িবসে তাঁদের ফুল দিয়ে সংবর্ধনা জানান।
বদলি নির্দেশ প্রতাহারের দাবিতে গত ২৪ অগাস্ট বিকাশ ভবনের সা♔মনে বিষপান করেছিলেন ৫ শিক্ষিকা। তার মধ্যে ৪ জন সুস্থ হয়♛ে উঠলেও এখনও অসুস্থ ১ জন। রবিবার তাঁর সঙ্গে হাসপাতালে গিয়ে দেখা করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।