গোটা উৎসবের মরশুম রাস্তায় কাটিয়েছেন 🌠চাকরিপ্রার্থী আন্দোলনকারীরা। ঘরে ঘরে ভাইয়ের কপালে ফোঁটা দিয়ে বোনেরা যখন মঙ্গল কামনা করছেন সে দিনও তাঁরা পথে। নিজেদের দাবিতে অনড় থেকে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। ভাইফোঁটার মতো দিনে সহযোদ্ধা ভাইদের ফোঁটা দেওয়ার পাশাপাশি বোনেরা মিলে য💮মপুজোও করেছেন।
আন্দোলন মঞ্চে একটি প𒀰্ল্যাকার্ড রাখা হয়েছে। সেই প্ল্যাকার্ডে লেখা, 'যমের কপালে দিল♐াম ফোঁটা, ভাইয়ের দুয়ারে পড়ল কাঁটা।' ভাইফোঁটা দেওয়ার সময় যার উল্টোটাই বলা হয়ে থাকে। কেন এই যম পুজো বা উল্টো কথন?
এক আন্দোলনকারীর কথায়, 'আজকাল সবই তো উল্টো। অযোগ্যরা চাকরি করছে, যোগ্যরা বঞ্চিত।' সেই ভাবনা থে🅰কে উল্টোমন্ত্রে তাঁদের এই যম পুজো। প্ল্যাকার্ডে ꦛনীচে রয়েছে যমের ছবিও।
এ দিকে গত সপ্তাহে রাতের অন্ধকারে ২০♏১৪-র টেট চাকরিপ্রার্থীদের পর্ষদ অফিসের সামনে থেকে তুলে দিয়েছিল পুলিশ। এর বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয়েছেন আন্দোলনকারীরা। শুক্রবার হাই কোর্টে সেই মামলার শুনানি। আদালতের রায়ের পরই আন্দোলনকারী সিদ্ধান্ত নেবেন তাঁরা ফের পর্ষদ অফিসের সামনে আন্দোলনে বসেন কি না।