জুনিয়র ডাক্তারদের কর্মবিরতিতে অচলাবস্থা কাটাতে ফের একবার তাঁদের বৈঠকে আহ্বান জ🌜ানাল রাজ্য সরকার। সোমবার বেলা ১২টা নাগাদ মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের আমন্ত্রণ জানিয়ে জুনিয়র ডাক্তারদের ইমেল করেছেন রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ। তবে চিঠিতে কোথাও লাইভ স্ট্রিমিং বা ভিডিয়ো রেকর্ডিংয়ের কথা উল্লেখ নেই।
আরও পড়ুন - অষ্টমের বইয়ে হিন্দু ইতিহাসকে বিকৃত, বাংলাদেশের মতো মগজধোলাই💦 বাংলায়, দাবি BJP-র
পড়তে থাকুন - জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি ꦜনয়, চিকিৎসায় গাফিলতিতে মৃত্যু,ক্ষতিপূরণ ফেরাল পরিবার
সোমবার দুপুরে জুনিয়র ডাক্তারদের চিঠি দিয়ে বিকেল ৫টায় মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়িতে বৈঠকে আমন্ত্রণ জানিয়েছেন। সঙ্গে জানিয়েছেন, বৈঠকে গৃহীত সিদ্ধান্তের লিখিত জুনিয়র ডাক্তারদেরও দেওয়া হ𒉰বে। তবে চিঠিতে লাইভ স্ট্রিমিং বা ভিডিয়ো রেকর্ডিংয়ের কথা লেখা নেই।
মঙ্গলবার সুপ্রিম কোর্টে আরজি কর মামলার শুনানির আগে রাজ্যের তরফে এই উদ্যোগ বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে🗹 করছেন অনেকে। তাদের দাবি, শনিಌবারের ঘটনার পর এবার জুনিয়র ডাক্তাররা বৈঠকে যোগদান না করলে তাদের বিরুদ্ধে আদালতে অসহযোগিতার অভিযোগ তুলতে পারবে রাজ্য।
আরও পড়ুন - 'যারা মৃতদেহের পর্নোগ্রাফি বানায় তাদেরই রোগীকল্যাণ সমিতি𝔉তে রাখবেন মমতা'