আরজি করসহ রাজ্যের ২৮টি๊ মেডিক্যাল কলেজে ৩১ অক্টোবরের মধ্যে সিসিটিভি বসানোসহ যাবতীয় সংস্কারের কাজ শেষ করতে হবে রাজ্যকে। সোমবার ওই মামলার শুনানিতে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। এদিন আদালত চিকিৎসকদের নিরাপত্🅷তায় রাজ্যকে যে যে পদক্ষেপ করতে নির্দেশ দিয়েছিল তার অগ্রগতি দেখে চরম হতাশা প্রকাশ করে। রাজ্যের তরফে জানানো হয়, বন্যাপরিস্থিতির জন্য সিসিটিভি ক্যামেরা বসানোর কাজে দেরি হচ্ছে।
আরও পড়ুন - আরজি করের 'ছায়া' কলকাতা মেডিক্যালে, তৃণমূল বিধায়কের বিরুদ্ধে বিস্ফোরক অভ𒆙িযোগ
পড়তে থাকুন - SC-তে ℱদেওয়া প্রতিশ্রুতি পূরণ করেনি রাজ্য, সাগর দত্ত কাণ্ডে বিস্ফোরক ডাক্তাররা
জুনিয়র ডাক্তারদের নিরাপত্তা নিশ্চিত করতে সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছিল এদিন তার অগ্রগতির হলফনামা পেশ করে রাজ্য। তাতে দেখা যায় সিসিটিভি বসানো থেকে ডিউটি রুম নির্মাণ, শৌচাগার নির্মাণ, কোনও কাজের অগ্রগতিই ৫০ শতাংশ পার করেননি। এর মধꦍ্যে সব থেকে শোচনীয় অবস্থা সিসিটিভি বসানোর কাজের। এক্ষেত্রে ২৬ শতাংশ অগ্রগতি হয়েছে বলে আদালতকে জানিয়েছে রাজ্য।
এর পরই প্রধান বিচ𝐆ারপতি প্রশ্ন করেন, কেন সিসিটিভি বসাতে দেরি হচ্ছে? তখন রাজ্যের তরফে জানানো হয়, CISFএর সঙ্গে আলোচনা করে সিসিটিভি ক্যামেরা বসানোর জায়গা চয়ন করা হচ্ছে। তাছাড়া রাজ্যে বন্যা পরিস্থিতির জন্য কাজে দেরি হচ্ছে। তবে ১৫ অক্টোবরের মধ্যে সব কাজ শেষ করౠা হবে। তখন প্রধান বিচারপতি বলেন ৩১ অক্টোবরের মধ্যে যাবতীয় কাজ শেষ করুন।
আরও পড়ুন - কীভাবে হ🅷ামলা চালাল রোগী পরিবার? সাগর দত্তের নিরাপত্তা সংস্থাকে শোকজ
এদিন আদালতে সিবিআই বলে টেন্ডার প্রক্রিয়া শেষ করে কাজ করতে কিছܫু দেরি হচ্ছে। তবে আরজি করে ডিউটি রুমের জ🍸ন্য টেন্ডার প্রক্রিয়া ইতিমধ্যে শেষ হয়েছে। সিবিআই অনুমতি দিলেই কাজ শুরু হবে। তখন সিবিআইয়ের আইনজীবী রাজ্যকে কটাক্ষ করে বলেন, যা করার তো প্রথম ৫ দিনেই করে রেখেছেন। এখন আর অনুমতি নিয়ে কী হবে?