ডায়মন্ডহারবারে বিচারপতিদের আবাসনে হামলার চেষ্টা হয়েছিল বলে অভিযোগ। সেখানকার বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করার চেষ্টা করা হয়েছিল। এনিয়ে সিসি ক্যামেরায় দুজনের উপস্থিতি টের পাওয়া গিয়েছে। কারা তারা তা খতিয়ে দেখছে পুলিশ। নিরাপত্তার কোনও খামতি ছিল কি না সেটা দেখা হচ্ছে। সেই সঙ্গেই এক পুলিশ আধিকারিকের বিরুদ্ধে বড় অভিযোগ উঠেছে। এনিয়ে উদ্বেগ চরমে।ﷺ
কেন্দ্রীয় আইন প্রতিমন্ত্রী অর্জুন রাম মেঘাওয়ালকে চিঠি দিলেন বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। মূলত জেলা আদালতের বিচারপতিদের সুরক্ষা নিশ্চিত করতেই চিঠি দিয়েছেন তিনি। সুকান্ত লিখেছেন, আমি আপনার দৃষ্টি আকর্ষণ করছি। ডায়মন্ড হারবার সংসদ এলাকায় তৃণমূল সরকারের আমলে জেলা আদালতের বিচারপতিদেরও হুমকির মুখোমুখি হতে হচ্ছে। রাতে ডায়মন্ডহারবারে বিচারপতিদের আবাসনে একটি পরিকল্পিত হামলা হয়েছে বলে ꧋খবর। মুখোশ পরা দুষ্কৃতীরা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে চেয়েছিল,একজন পুলিশ আধিকারিক ওই ব্যক্তিরা যাতে ভেতরে ঢুকতে পারে সেকারণে নিরাপত্তাকর্মীদের উপর চাপ দিয়েছিলেন।( সেই পুলিশ আধিকারিকের নামও উল্লেখ করে দিয়েছেন সুকান্ত)।
সুকান্ত লিখেছেন, বিচারপতি কলকাতা হাইকোর্টের রেজিস্ট্রারকে গোটা বিষয়টি জানিয়েছেন। এই হামলার পেছনে পসকো সংক্রান্ত কোনও রায়ের জের হতে পারে। যদি পুলিশ বিচার🔯পতিদের বিরুদ্ধে যান তবে এই পশ্চিমবঙꦿ্গে ন্যায় বিচারের বিষয়টি কী হতে পারে?