তাঁর বিরুদ্ধে সংখ্যালঘুদের তোষামদের অভিযোগ তোলে বিজেপি। গতবার বিধানসভা ভোটে কার্যত সরাসরি তাঁকে ‘খালা, ফুফু’ বলেছিলেন পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (সেইসময় ওই✃ পদে ছিলেন না)। সেইসঙ্গে রমজান মাসে ইফতার পার্টিতে তাঁর ছবিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। সেই বিষয়টি নিয়ে এবার মুখ খুললেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ইমাম ও মোয়াজ্জেমদের সম্মেলনে বিজেপিকে আক্রমণ শানিয়ে মমতা বলেন, ‘আমি যখন রমজান মাসে, যখন রোজা ভাঙতে যাই, তখন আমার ছবি নিয়ে অনেক ব্যঙ্গ করেছে। বিজেপির লোকেরা তো আমার নামটাই পালটে দিয়েছিলে⭕ন। আমার তার জন্য কিছু যায় আসে না।’
সোমবার নেতাজি ইন্ডোরে ইমাম ও মোয়াজ্জেমদের ভাতা বৃদ্ধির ঘোষণার⭕ মধ্যেই মমতা বলেন, ‘অনেকে আমায় নিয়ে অনেক গালাগালি করেছে। অনেক কুৎসা করেছে। অনেক অপপ্রচার করেছে। আমি যখন রমজান মাসে, যখন রোজা ভাঙতে যাই, তখন আমার ছবি নিয়ে অনেক ব্যঙ্গ করেছে। বিজেপির লোকেরা তো আমার নামটা𒊎ই পালটে দিয়েছিলেন। আমার তার জন্য কিছু যায় আসে না। আমি কী করব, সেটা আমার ব্যাপার। আমি দেখব, কোনও ধর্মের সঙ্গে কোনও ধর্ম লড়াই করবে না। মানুষ এক। মানবিকতা এক।’
আরও পড়ুন: ‘সংখ্যালঘুদের ভাগাভাগি করতে বিজেপি টাকা দিচ্ছে’, ইমাম꧒–মোয়াজ্জেম ভাতা বাড়িয়ে তোপ মমতার
তিনি আরও বলেন, ‘আমি হিন্দু ঘরে জন্মেছি বলে আমার তিনটি চোখ নেই। আপনি মুসলিম ঘরে জন্মেছেন বলে চারটি চোখ নেই। আমারও দুটো চ🍎োখ, আপনারও দুটো চোখ। আমারও দুটো হাত, আপনারও দুটো হাত। আমার দুটো পা, আপনারও দুটো পা। কই আমি যখন আদিবাসীদের সঙ্গে ডান্স করি, আদিবাসী নৃত্য করি, তখন তো কেউ এই কথাগুলো বলেন না। আমি যখন মতুয়া ঠাকুরের জন্মবার্ষিকীতে ছুটি দিই, তখন তো কেউ এই কথাগুলো বলেন না। আমি রাজবংশী নেতা পঞ্চানন বর্মার নেতার মূর্তিতে মাল্যদান করি, তখন তো কেউ এই কথাগুলো বলেন না।’
আরও পড়ুন: Durga Puja 2023 : পুজো 🥂কমিটিগুলি সঙ্গে ২২ অগস্ট বৈঠক মুখ্যমন্ত্রীর, ফের কি অনুদান বাড়তে পা♉রে?
ইমাম ও মোয়াজ্জেমদের সম্মেলনের মঞ্চ থেক𓆏ে মমতা দাবি করেন, সংখ্যালঘুদের মধ্যে বিভেদ ত♓ৈরির চেষ্টা করছে বিজেপি। সেজন্য টাকা ছড়াচ্ছে। কাজে লাগাচ্ছে অন্যান্য সংগঠনকে। মমতা বলেন, ‘যত রাগ আপনাদের সংখ্যালঘুদের উপর। সংখ্যালঘু দেখলেই ওদের পিঁপড়ে কামড়ায়। এমনি পিঁপড়ে নয়। এটা হচ্ছে ডোরা পিঁপড়ে। কামড়ালেই লাগে।’