আলুর দাম 🍸কিছুতেই কমছে না কলকাতার বাজারে। শহরতলির বাজারেও আলুর দাম যে কমে গিয়েছে এমনটাও নয়। এখনও কলকাতার বাজারে আলুর দামে ৩৫ থেকে ৪০ এর মধ্য়ে ঘোরাফেরা করছে। এদিকে আলু ব্যবসায়ীদের ধর্মঘট উঠে গিয়েছে। তারপর অনেকেই আশা করেছিলেন এবার হয়তো আলুর দাম কমবে। কিন্তু তেমনটা হল না। কমল না আলু𒅌র দাম।
এদিক মঙ্গলবার সকালে টাস্কফোর্সের সদস্যরা উল্টꦯোডাঙা পাইকারি বাজারে হানা দেয়। টাস্ক ফোর্সের সদস্য রবীন্দ্রনাথ কোলে এদিন ওই টিমে ছিলে💖ন। উল্টোডাঙা থানার পুলিশ কর্মী আধিকারিকরাও এদিন যান। কেন ব্যবসায়ীরা অতিরিক্ত দামে আলু বেচছেন তা তাঁরা প্রশ্ন করেন।
যে আলু ব্যবসায়ীরা অতিরিক্ত দামে আলু বেচছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও জানানো হয়েছে। রাজ্য সরকারের বেঁধে দেওয়া দাম অনুসারে তাদের দাম নিতে হবে বলেও জানানো হয়েছে। রবীন্দ্রনাথ কোলে জানিয়েছেন, কয়েকদিন আগে কলকাতা কর্পোরেশনের আধিকারিকরা এসেছেন। এখানে দেখা যাচ্ছে ২৬ টাকা করে কেজি নিচ্ছে। ১৩০০ টাকা বস্তা। আমরা বলছি যত গোল🐲মাল খুচরো মার্কেটে হচ্ছে। সবাইকে বলছি যদি ২৬ টাকা কেজি দরে কেনেন তবে সেটা ৩০ টাকা কেজি দরে বিক্রি করুন। এর বেশি ক♊রবেন না।
তিনি বলেন, আমরা সব বাজারেই বলছি তালিকা লিখে রাখুন। আমাদের কাছে মাথাব্যাথার কারণ এখন আলু। এখানে প্রচুর আলু উৎপাদন করা হয়। কিন্তু তারপরেও স্টোরে যা আলু আছে তা পর্যাপ্ত। জ্যোতি আলু যারা ৩৪-৩৫ টাকা বিক্রি করছে তারা ক্রিমিনাল অফেন্স করছে। তাদের ব্যবসা নষ্ট হবে। তারা অতিরিক্ত বাড়াবাড়ি করছে। যে সমস্ত খুচরো ব্যবসায়ীরা এসব করছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা হবে। বাগুইআটি থানা থেকেও পুলিশ খবর পেয়ে গিয়েছে। এয়ারপোর্ট থানা থেকেও গিয়েছে। আমরা চাই ন𒊎া কারোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে। এগুলো করবেন না। তাদের আচরণের জন্য এটা বলতে বাধ্য় হচ্ছি। তাদের মধ্য়ে কিছুজন অ🎶সামাজিক কাজ করছেন।এটা বলতে বাধ্য হচ্ছি।