হাতে আর মাত্র ১৫ দিন বাকি। তারপরই আগামী ৫ সেপ্টেম্বর জলপাইগুড়ির ধূপগুড়ি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন। এখানের বিজেপি বিধায়ক মারা যাওয়ায় উপনির্বাচন হচ্ছে। তৃণ🌠মূল কংগ্রেস, বিজেপি এবং বাম–কংগ্রেস জোট প্রার্থী ঘোষণা করে দিয়েছে। এখন শুধুই দেদার প্রচার🧜। কে কোন ইস্যুতে লড়াই করবে সেটাই এখন দেখার। তার মধ্যে এবার তৃণমূল কংগ্রেস ঘোষণা করে দিল তাঁদের স্টার ক্যাম্পেনারদের তালিকা। মোট ৩৭ জনের নাম রয়েছে সেই তালিকায়। নতুন প্রজন্মের নেতা–নেত্রী থেকে শুরু করে দলের সর্বময় নেত্রীর নাম রয়েছে।
এদিকে এই আসন ধরে রাখতে না পারলে বিজেপির মুখ পুড়বে। কারণ এখানে তাঁদেরই বিধায়ক ছিল। এবার পঞ্চায়েত নির্বাচনে এখানে তৃণমূল কংগ্রেস ভাল ফল করেছে। তাই এই🌠 আসন তাঁরা পেতে পারে। তাই জোর প্রস্তুতি চলছে। এই আসনটি জিততে চাইছে সকলেই। কারণ বছর ঘুরলেই লোকসভা নির্বাচন। সেখানে এই জয়–পরাজয়ের প্রভাব প🦂ড়বে বলে মনে করা হচ্ছে। ধূপগুড়ি উপনির্বাচনের প্রার্থী ঘোষণার পরই বিজেপি ৪০ জন তারকা প্রচারকের তালিকা প্রকাশ করেছিল। তৃণমূল কংগ্রেস বাছাই করা ৩৭ জনের নাম ঠিক করেছে। এই উপনির্বাচনের প্রচারে রয়েছেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়।
অন্যদিকে এই উপনির্বাচনের প্রচারে যাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। চোখের চিকিৎসা করতে এখন তিনি বিদেশে আছেন। তবে শীঘ্রই ফিরে আসবেন বলে খবর। আজ, শুক্রবার এই তালিকা প্রকাশ করা হল। মমতা–অভিষেক ছাড়া এই তালিকায় আছেন— সুব্রত বক্সি, শোভনদেব চট্টোপাধ্যায়, ফিরহাদ হাকিম, কাকলি ঘোষদস্তিদার, অরূপ বিশ্বাস, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, ব্রাত্য বসু, বাবুল সুপ্রিয়, মহুয়া মৈত্র, গুলাম রব্বানি, দেব অধিকারী, মিমি চক্রবর্তী, সত্যজিৎ বর্মণ, পার্থ ভৌমিক, জ্যোৎস্না মাণ্ডি। এ🐎ঁরা একটা দফায় প্রচার করবেন। এই উপনির্বাচনে তৃণমূল কংগ্র𓄧েসের প্রার্থী রাজবংশী গবেষক তথা ধূপগুড়ি গার্লস কলেজের অধ্যাপক ডঃ নির্মলচন্দ্র রায়।
আরও পড়ুন: যাদবপুর বিশ্ববি🏅দ্যালয়ের মামলায় যুক্ত করা হল রাজ্যপালকে, আচার্যের অন্তর্ভূক্তিতে তুঙ্গে চর্চা
আর কারা থাকছেন প্রচারে? আর একটা টিমেও থাকছেন হেভিওয়েটরা। তাঁরা হলেন— বীরবাহা হাঁসদা, অদিতি মুন্সি, সায়নী ঘোষ, মলয় ঘটক, চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাঁজা, শান্তনু সেন, কুণাল ঘোষ, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সোহম চক্রবর্তী, মনোজ তিওয়ারি, নুসরত জাহান, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, স্নেহাশিস চক্রবর্তী, জুন মালিয়া, জয়া দত্ত, দেবাংশু ভট্টাচার্য, মোশারফ হোসেন, সৌমেন রায় এবং সুদীপ রাহা। এখানে সিপিএম ও কংগ্রেস জোট প্রার্থী হয়েছেন লোকগানের শিল্পী শিক্ষক ঈশ্বরচন্দ্র রায়। আর বিজেপি প্রার্থী করেছে পুলওয়ামা শহিদ জওয়ান জগন্নাথ রায়ের স্ত্রী তাপসী রায়কে। সবাই বুঝেই খেলেছেন। এ🦩খন দেখার জিতবে কে।