গোটা পশ্চিমবঙ্গে করোনার সব থেকে রমরমা উত্তর ২৪ পরগনায়। আর সেই জেলাতেই সংক্রমিত হচ্ছেন একের পর এক ত✤ৃণমূল নেতা। এবার আক্রান্ত হলেন ꦆবিধাননগর পুরসভার ডেপুটি মেয়র তাপস চট্টোপাধ্যায়। ইএম বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি।
দলীয় সূত্রে জান꧃া গিয়েছে, দিন কয়েক আগে জ্বর আসে তাপসবাবুর। সঙ্গে সঙ্গে তাঁর করোনা পরীক্ষা করা হয়। সোমবার রাতে তার রিপোর্ট এলে দেখা যায় তিনি করোনা🦋 আক্রান্ত। এর পর তাঁকে অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তৃণমূলের ঘরে করোনার হানা সমা🦹নে চলেছে। গত রবিবার রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের সংক্রমণ ধরা পড়ে। এর আগে বিধাননগরের বিধায়ক তথা রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসুর সংক্রমণ ♏ধরা পড়েছিল। করোনা আক্রান্ত অবস্থায় মৃত্যু হয়েছে শাসকদলের ২ বিধায়কের। মৃত্যু হয়েছে পানিহাটি পুরসভার প্রশাসকের।
বাংলার মুখ খবর