ফের তৃণমূলে টিকিট বিভ্রান্তি। সুব্রত মুখোপাধ্যায়ের বোন তনিমা চট্টোপাধ্যায়কে টিকিট ফিরিয়ে নিতে চলেছে দল। সূত্রের খবর এমনই। এই নিয়ে তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন তনিমাদেবী। তাঁর প্রশ্ন, টিকিট যদি সেই ফেরাবেই তাহলে দিল কেন?গত শনিবার গভীর রাতে কলকাতা পুরভোটে তৃণমূলের প্রার্থীতালিকা প্রকাশ হলে দেখা যায় ৬৮ নম্বর ওয়ার্ডে প্রতিদ্বন্দিতা করছেন প্রয়াত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের বোন তনিমা চট্টোপাধ্যায়। পরদিন দাদার ছবিতে প্রণাম করে প্রচারে নেমে পড়েন তিনি। গোল বাঁধে রবিবার। যদিও এদিন প্রচার করেছেন তিনি।এদিন বিধায়ক দেবাশিস কুমারের কার্যালয় থেকে তৃণমূলের টিকিট বিলি চলছিল। সেখানে গিয়ে দলের প্রতীক সংগ্রহ করেন তনিমাদেবী। এর পর সিঁড়ি দিয়ে নামার সময় তাঁকে দাঁড় করানো হয়। প্রার্থী নিয়ে কিছু জটিলতা রয়েছে বলে জানিয়ে টিকিট ফিরিয়ে নেওয়া হয় তাঁর কাছ থেকে।সূত্রের খবর, ৬৮ নম্বর ওয়ার্ডে বিদায়ী কাউন্সিলর সুদর্শনা মুখোপাধ্যায়কেই প্রার্থী করতে চলেছে তৃণমূল। শেষ পর্যন্ত তা সত্যি হলে ৮৯ জন বিদায়ী কাউন্সিলর তৃণমূলের টিকিট পাবেন। এই নিয়ে সুদর্শনাদেবী বলেন, প্রার্থীপদ নিয়ে দলের তরফে কেউ যোগাযোগ করেনি। সংবাদমাধ্যমেই সব শুনছি। বলে রাখি এর আগে ৬০ নম্বর ওয়ার্ডেও প্রার্থী বদলাতে হয়েছে তৃণমূলকে। টিকিট পেয়েছেন কাইজার আহমেদ।