পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীকে কমিশনের নিষিদ্ধ করার সিদ্ধান্তে🧔র বদলা নিতে এবার আসানসোলের বিজেপি প্রার্থীর বিরুদ্ধে কমিশনে গেল তৃণমূল। হাতিয়ার ৯ সেকেন্ডের একটা ছোট্ট ভিডিয়ো। যাতে অগ্নিমিক্রাকে উত্তেজিত হয়ে বলতে শোনা যাচ্ছে, মারের বদলা মার হবে।
আগামী ১২ এপ্রিল আসানসোল লোকসভা কেন্দ্রের উপনির্বাচন। তার আগে গরম যেমন বাড়ছে তেমন বাড়ছে রাজনৈতিক উত্তাপ। তারই মধ্যে বিজেপির কট্টর ভোটারদের চমকানোর নির্দেশ দিয়ে সাত দিনের জন্য ‘ব্যান’ হয়ে বসে আছেন পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। কিন্তু এমনি ছেড়ে দেওয়ার বান্দা নয় তৃণমূল। অনেক খুঁজে অগ্নিমিত্রার ৯ সেকেন্ডের একটি ভিডিয়ো খুঁজে বার করেছে তারা। সেই ভিডিয়ো টুইট করেছেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক। ওই ভিডিয়োর ভিত্তিতে অগ্নিমিত্রার বিরুদ্ধে পদক্ষেপ করার দাবি জানাতে চলেছে ঘাসফুল শিবির🥂।
তৃণমূলের বক্তব𝐆্যকে অবশ্য গুরুত্ব দিতে নারাজ অগ্নিমিত্রা। তিনি বলেন, ‘খুব ক𒊎াঁচা হোমওয়ার্ক হয়েছে। আমার বক্তব্যের একটা ছোট্ট অংশ কেটে শোনানো হয়েছে। গোটা অংশটা শুনলেই বিষয়টা স্পষ্ট হয়ে যাবে।’ তৃণমূলের দাবি, ওই ভিডিয়ো হিংসায় প্ররোচনা দিতে পারে। তাই কমিশনের কাছে অভিযোগ জানাবে তারা।