মঙ্গলবার ২০২৪ – ২৫ অর্থবর্ষের সাধারণ বাজেট পেশ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। আর সেই বাজেটকে ‘অন্ধ্র – বিহার বাজেট’ বলে কটাক্ষ করল তৃণমূল। মঙ্গলবার কেন্দ্রীয় অর্থমন্ত্রীর বাজেট🍷 ভাষণ শেষ হওয়ার কয়েক মিনিটের মধ্যে তৃণমূলের অফিশিয়ার এক্স হ্যান্ডেল থেকে পোস্ট করে এই ক🐭টাক্ষ ছোড়া হয়। এদিন পেশ করা কেন্দ্রীয় বাজেটে বিহার ও অন্ধ্রপ্রদেশের জন্য বিপুল বাজেট বরাদ্দ করেছে মোদী সরকার।
আরও পড়ু༒ন - তৃণমূলে এমন কোনও নেতা নেই যিনি…, মমতার ‘বিবেকবান চাই’ মন্তব্যকে কটাক্ষ দিলীপের
পড়তে থাকুন - টিউশন পড়ে 🌊প্রেমিকদের সঙ্গে দেখা করতে গিয়েছিল ২ 🎐নাবালিকা, পরিণত হল ভয়ানক
আরও পড়ুন - আদালের নির্দেশে অযোগ্যদের জেরায় শিক্ষা দফতরের বিরুদ্ধে অসহযোগিতার অভিয⛎োগ CBIএর
এদিন পেশ করা বাজেটে দেশের পূর্বাঞ্চলের রাজ্যগুলির উন্নয়নের জন্য ‘পূর্বদয়’ নামে একটি প্রকল্প ঘোষণা করেছেনꩵ অর্থমন্ত্রী সীতারমন। এই প্রকল্পের অধীনে বিহার, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, ওড়িশা ও অন্ধ্র প্রদেশের উন্নয়নে বিপুল অর্থ ব্যায়ের প্রস্তাব করা হয়েছে। এছাড়া বিহারে সড়ক নির্মাণের জন্য ২৬ হাজার কোটি টাকা বরাদ্দ করার প্রস্তাব দেওয়া হয়েছে। বিহারে বিমানবন্দর, মেডিক্যাল কলেজ ও ক্রীড়া পরিকাঠামো তৈরির উল্লেখ রয়েছে বাজেটে।
পর্যটন ক্ষেত্রেও বিহারের জন্য বিপুল বরাদ্দ করেছে কেন্দ্র। গয়ার বিষ্ণুপাদ মন্দির ও বৌদ্ধগয়ার মহাবোধি মন্দিরে করিডর তৈরির ঘোষণা করেছেন তিনি। রাজগির ও না🌜লন্দাকে কেন্দ্র করে নতুন পর্যটন বলয় গড়ে তোলার প্রস্তাবও দিয়েছেন তিনি।
অন্ধ্রপ্রদেশের জন্যও বিপু⛦ল টাকা বরাদ্দ করার প্রস্তাব দেওয়া হয়েছে বাজেটে। অন্ধ্♛রপ্রদেশের রাজধানী অমরাবতীর নির্মাণকাজ শেষ করতে ১৫ হাজার কোটি টাকা বরাদ্দ করার প্রস্তাব রাখা হয়েছে। এছাড়া অন্ধ্র প্রদেশের বিভিন্ন প্রকল্পে ৩ লক্ষ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। অন্ধ্রপ্রদেশ পুনর্গঠন আইনের অধীনেও সেরাজ্যের সরকারকে সহযোগিতা করার প্রস্তাব দিয়েছে কেন্দ্র।
আরও পড়ুন - আদালের ন🎃ির্দেশে অযোগ্যদের জেরায় শিক্ষা দফতরের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ CBIএর
লোকসভা নির্বাচনের ফলে একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় এবার সরকার গড়তে বিহারের শাসকদল জেডিইউ ও অন্ধ্র প্রদেশে꧃র শাসক♈দল তেলুগু দেশম পার্টির সহযোগিতা নিতে হয়েছে বিজেপিকে। এর মধ্যে বিহারে আবার আগামী বছরেই বিধানসভা নির্বাচন। তৃণমূলের কটাক্ষ, শরিকদের সন্তুষ্ট করার বাজেট পেশ করেছেন নির্মলা সীতারমণ।