আরজি কর কাণ্ড সাম🍸াল দিতে ল্যাজেগোবরে হতে হয়েছে তৃণমূলকে। সাধারণ মানুষ ও চিকিৎসকদের জোড়া প্রতিরোধের মুখে মাস কার্যত চুপ থাকতে হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কেও। সঙ্গে স্পষ্ট হয়ে গিয়েছে চিকিৎসকদের মধ্যে তৃণমূলের সংগঠনের কঙ্কালসার চেহারা। সেই ঘটনা থেকে শিক্ষা নিয়ে চিকিৎসকদের নতুন সংগঠন তৈরি করতে চলেছে রাজ্যের শাসকদল। সম্ভবত সোমবারই আত্মপ্রকাশ করতে চলেছে সেই সংগঠন। সংগঠনের মুখ হতে পারেন মন্ত্রী তথা চিকিৎসক শশী পাঁজা।
আরজি কর কাণ্ডের জেরে গোটা দেশে সমালোচনার মুখে পড়তে হয় তৃণমূল নেতৃত্বকে। চিকিৎসক ও সাধারণ মানুষের যৌথ প্রতিরোধের মুখে দীর্ঘদিন কোনও খড়কুটো পায়নি তারা। এমনকী জনরোষ আরও বাড়তে পারে এই আশঙ্কায় স্বভাববিরুদ্ধভাবে দীর্ঘদিন চুপ থাকতে হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে। সেই ঘটনা থেকে শিক্ষা নিয়ে প্রতিবাদী চিকিৎসকদের বাগে🤡 আনতে এবার নতুন সংগঠন খুলতে চলেছে তৃণমূল। সোমবারই আত্মপ্রকাশ করতে পারে এই সংগঠন। নাম হতে পারে প্রোগ্রেসিভ হেল্থ অ্যাসোসিয়েশন। এই সংগঠনের মুখ হতে পারেন মন্ত্রী চিকিৎসক শশী পাঁজা। তবে শুধু চিকিৎসকরা না কি অন্য স্বাস্থ্ꦺযকর্মীরাও এই সংগঠনের অংশ হবেন তা এখনও জানা যায়নি।
মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতﷺিক সাফলের অন্যতম কারণ হল ‘পালটা’র নীতি। তাঁর সরকারের বিরুদ্ধে যꦑখন চিকিৎসকদের একাংশ সংগঠিত প্রতিরোধ গড়ে তুলছেন তখন তাদের বিরুদ্ধে চিকিৎসদেরই ময়দানে নামানোর পরিকল্পনা করল তৃণমূল। তৈরি হল পালটা সংগঠন। রাজ্য সরকারের নানা পদক্ষেপের বিরোধিতা করায় রাজ্যের ৪ খ্যাতনামা সরকারি চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে রবিবারই। তার পরদিনই তৃণমূলের নতুন সংগঠনের আত্মপ্রকাশের খবরে অনুমান, ভবিষ্যতে প্রতিবাদীদের বিরুদ্ধে শাসকের রক্ষচক্ষু আরও কড়াল হতে চলেছে।
আসন্ন সংগঠন নিয়ে বিজেপির রাজ্যসভাꩵর সাংসদ শমীক ভট্টাচার্য বলেন, ‘তৃণমূল মানেই খাওয়া💙 খাওয়ি। তার নতুন একটা জায়গা হল। এখানেও শুরু হয়ে যাবে। আর শশী পাঁজা একটা সম্মানীয় পরিবারের সদস্য। তাঁর মুখটা পুড়বে।’