কলকাতা এসে ধর্মতলার মঞ্চ থেকে কেন্দ্🦄রীয় স্বরাষ্ট্রমন্ত্রী হুঙ্কার ছেড়ে বলেছিলেন, দুর্নীতি বরদাস্ত করা হবে না। আর এবার বিজেপির দুই বিধায়ককে নিয়োগ দুর্নীতির অভিযোগে তলব করল সিআইডি। কল্যাণী এইমস হাসপাতালের নিয়োগ দুর্নীতির অভিযোগের তদন্ত চালাচ্ছে সিআইডি। এবার সেই মামলায় আবার তলব করা হল দুই বিজেপি বিধায়ককে। এই দুই বিজেপি বিধায়ককে আগে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। তখন সেভাবে কোনও নথি দেখাতে হয়নি। এবার নথি–সহ দেখা করার কথা রয়েছে বলে সূত্রের খবর।
এদিকে আগামী সপ্তাহের শুরুতেই রাজ্য গোয়েন্দা শাখার অফিসে তলব করা হয়েছে বিজেপির দুই বিধায়ক বঙ্কিম ঘোষ এবং নীলাদ্রিশেখর দানাকে। এই তলব করার পরই তাঁদের মধ্যে টেনশন শুরু হয়েছে। কারণ তাঁরা আগে এড়িয়ে ছিলেন সিআইডিকে। যেখানে রাজ্যের নেতা–মন্ত্রীরা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে এড়িয়ে যাননি। বরং অভিযোগ তুলে তাঁদের গ্রেফতার করা হয়েছে। সেখানে বিজেপি বিধায়করা তদন্তের মুখোমুখি হন কিনা সেটা দেখার বিষয়। তথ্যপ্রমাণ তাঁরা নღিজেদের সপক্ষে দেখাতে পারেন কিনা সেদিকে🐭ও নজর রয়েছে সকলের।
কবে তলব করা হয়েছে? অন্যদিকে আগামী ৪ ডিসেম্বর ভবানীভবনে তলব করা হয়েছে চাকদার বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষকে। ঠিক তার পরের দিন, মঙ্গলবার তলব করা হয়েছে বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্🎉রিশেখর দানাকে। এই দুই বিজেপি বিধায়ককেই দুপুর ১২টার সময় সিআইডি অফিসে হাজিরা দিতে বলা হয়েছে। কল্যাণী এইমস হাসপাতালে নিয়োগ দুর্নীতির অভিযোগ উঠেছে। এই নিয়ে তদন্ত চালাচ্ছেন রাজ্যের গোয়েন্দারা। দুই বিজেপি বিধায়কের নাম আগেই জড়িয়েছিল। আগেও সিআইডি অফিসারদের মুখোমুখি হয়েছেন তাঁরা। প্রভাব খাটিয়ে চাকরি পাইয়ে দিয়েছেন বলে অভিযোগ। তদন্তে নেমে বাঁকুড়ার বিধায়কের বাড়িতে যান সিআইডি💮 অফিসাররা। বিধায়কের মেয়ে মৈত্রী দানাকে তাঁরা জিজ্ঞাসাবাদ করেছেন।
আরও পড়ুন: ‘দশ বছরে ৫০ শতাংশ মহিলাদের মুখ্যমন্ত্রী করা লক্ষ্য’, বড়♊ ঘোষণা করলেন রাহুল গান্ধী
আর কী জানা যাচ্ছে? বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানার কন্যা মৈত্রী দানাও কল্যাণী এইমস হাসপাতালে গ্রুপ–ডি পদে চাকরি করেন। এখানে প্রভাব খাটান🐲োর অভিযোগ উঠেছে বিধায়কের বিরুদ্ধে। আবার চাকদার বিধায়ক বঙ্কিম ঘোষের বিরুদ্ধে অভিযোগ, তিনি নিজের পুত্রবধূকে প্রভাব খাটিয়ে চাকরি পাইয়ে দিয়েছেন। এই অভিযোগের তদন্তে চাকদার বিধায়কের বাড়িতে গিয়েছিলেন সিআইডির অফিসাররা। আগামী সপ্তাহে আবার কল্যাণী এইমস নিয়োগ মামলায় ভবানী ভবনে সিআইডি অফিসে তলব করা হল বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানা এবং বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষকে।