২🌟০১৬ সালে উচ্চপ্রাথমিকে সহকারি শিক্ষক পদে পরীক্ষা দিয়েছিলেন? অবশেষে তাদের জন্য সুখবর। কলকাতা হাইকোর্টের ১৬ অগস্টের নির্দেশ অনুসারে পদক্ষেপ নিল স্কুল সার্ভিস কমিশন। এবার সফল পরীক্ষার্থীদের মেধাতালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন। তবে ওয়ার্ক এডুকেশন ও ফিজিকাল এডুকেশনের জন্য এই তালিকা নয়। মেধা তালিকা ও ওয়েটিং লিস্টে থাকা প্রার্থীদের নাম প্রকাশ করা হয়েছে।
আদালতের নির্দেশ মেনে এই তাল﷽িকায় প্রত্যেকের নাম ও রোল নম্বর উল্লেখ করা থাকবে। এই তালিকার ক্ষেত্রে কোথাও যাতে অস্বচ্ছতা না থাকে তার জন্য সবরকম প্রক্রিয়া জারি রে💯খেছে এসএসসি। মূলত এই অস্বচ্ছতার জন্যই বার বার ধাক্কা খেয়েছে নিয়োগ প্রক্রিয়া। কী কী থাকছে এই তালিকায় ?
মনে করা হচ্ছে প্রায় সাড়ে ১৩ হাজার চাকরিপ্রার্থীর নাম এই তালিকায় থাকতে পারে। তবে অত্যন্ত উল্লেখযোগ্যভাবে এই তালিকায় প্রত্যেকের নাম ও রোল নম্বর উল্লেখ করা থাকবে। সেই সঙ্গেই প্রত্যেকের প্রাপ্ত নম্বর, তার শিক্ষাগত যোগ্যতা🍌 সহ প্রয়োজনীয় তথ্য সেখানে যুক্ত ক🦂রা থাকবে। কীভাবে এই ফলাফল দেখা যাবে?
এই ফলাফল দেখতে গেলে আপনাকে www.westbenꦜgalssc.com এবং www.wbsschelpdesk.com এই ওয়েবসাইটে যেতে হবে।🌞 এরপর সেখানে মেধাতালিকা দেখা যাবে।
সূত্রের খবর, আগামী দিনে ধাপে ধাপে কাউন্সেলিং শুরুর দিকে এগোতে পারে স্কুল সার্ভিস কমিশন। তবে নিয়োগ প্রক্রিয়ার একটা বড় পর্যায় পার হল এদিন। তবে কাউন্সেলিংয়ের ক্ষেত্রে হাইকোর্টের অনুমতি প্রয়োজন। সেই অনুমতি পেলেই ধাপে ধাপে কাউন্সেলিং প্রক্রিয়া শুরু হয়ে যাবে। আগামী ৩০ অগস্ট নিয়োগের জন্য অনুম💟তি চাওয়া হবে। এরপর ধাপে ধাপে শুরু হবে নিয়োগ♚ প্রক্রিয়া। তবে সবক্ষেত্রেই আদালতের নির্দেশ মেনে পদক্ষেপ নিতে চাইছে এসএসসি। আর কোনও জটিতলা আসুক নিয়োগ প্রক্রিয়ায় এটা কিছুতেই চাইছে না এসএসসি।
মূলত পঞ্চম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত এই শিক্ষক শিক্ষিকারা পড়ানোর সুযোগ পাবেন। দীর্ঘদিন ধরেই তাঁরা আন্দোলন করছিলেন। এবার তাঁদের সাফল্য প্রায় হাতের মুঠোয়। আর রাস্তায় শুকনো মুখে বসে থাকতে হবে না। আর চাকরির জন্য দরজায় দরজায় ঘুরতে হবে না। এবার সুখের দিন। সব দিক ঠিক থাকলে পুজোর আগেই হাসি ফুটত🍬ে পারে চাকরিপ্রার্থীদের মুখে।