মাধ্যমিক পাশ করা ছেলেমেয়েরা শিক্ষিত বেকার হয়ে গেল। এই মন্তব্য করে রাজ্য সরকার এবং নিজের দলকে অস্বসꦬ্তিতে ফেলেছেন বর্ষীয়ান বিধায়ক তথা কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। আর এই মন্তব্য নিয়ে এখন শোরগোল পড়ে গিয়েছে রাজ্য–রা🔥জনীতিতে। আর রবিবাসরীয় সকালে শোভনদেবের প্রশংসা করে তৃণমূল কংগ্রেসকে বিঁধলেন তথাগত রায়।
ঠিক কী ঘটেছে রাজ্যে? তৃণমূল কংগ্রেসের খুব কম নেতাই শোভনদেব চট্টোপাধ্যায়ের মতো সৎ বলে টুইট খোঁচা দিয়েছেন। মাধ্যমিক পরীক্ষায়๊ ৮৬ শতাংশ পাশ দেখে শোভনদেব চট্টোপাধ্যায় বলেছিলেন, এই ১২ লক্ষ এখন শিক্ষিত বেকারদের দলে যোগ দিয়েছে। পশ্চিমবঙ্গে বেকারত্বের ছবিটা ভয়াবহ উল্লেখ করে ট্যুইটে খোঁচা দিয়েছেন বর্ষীয়ান বিজেপি নেতা তথাগত রায়।
ঠিক কী বলেছেন তথাগত রায়? এদিন টুইট করে তথাগত রায় বলেন, ‘তৃণমূল কংগ্রেসের মধ্যে শোভনদেব 💯চট্টোপাধ্যায়ের মতো সৎ নেতা খুব কম আছে꧒ন। মাধ্যমিকে ৮৬ শতাংশ পাশ দেখে তাঁর মন্তব্য, এরা এখন শিক্ষিত বেকারের দলে নাম লেখাল। বেকারত্বের ছায়া পশ্চিমবঙ্গে সত্যিই ভয়াবহ।’ এটা তৃণমূল কংগ্রেসকে খোঁচা দিয়ে শোভনদেবের প্রশংসা বলেই মন✨ে করা হচ্ছে।