পঞ্চায়েত ভোটের মুখে রাজ্যে এক সপ্তাহের কর্মসূচি ঘোষণা করল বিশ্ব হিন্দু পরিষদ। রামনবমী থেকে শুরু করে হনুমান জয়ন্তী পর্যন্ত রাজ্যে ‘রাম মহোৎসব’-এর আয়োজন করতে চলেছে RSS এর এই শাখা সংগঠন। সঙ্গে রাজ্যজুড়ে প্রায় ২০০০ জꦜায়গায় রামনবমীর অনুষ্ঠান পালন করতে চলেছে তারা।
বিশ্ব হিন্দু পরিষদের দক্ষিণবঙ্গের মুখপাত্র সৌরীশ মুখোপাধ্যায় জানিয়েছেন, ‘এবছর পরিষদের প্রতিষ্ঠার ৬০তম বর্ষ, তার উপর এবছরই অযোধ্যায় রাম মন্দিরে রামলালা নিজের আসনে বসবেন। তাকে ঘিরে গোটা দেশে রাম ভক্তদের মধ্যে আবেগ তুঙ্গে। তাই আমরা এবার রাম নবম♌ীতে রাম ও রাম রাজত্বের কথা ঘরে ঘরে পৌঁছে দিতে চাই। সেই কাজ করতে ৩০ মার্চ থেকে ৬ এপ্রিল হনুমান জয়ন্তী পর্যন্ত আমরা রাম মহোৎসবের আয়োজন ক🅰রেছি। উত্তরবঙ্গে প্রায় ৫০০ জায়গায় ও দক্ষিণবঙ্গে প্রায় ১৫০০ জায়গায় এই কর্মসূচির অধীনে রামের মাহাত্ম্য মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে’।
বিশ্ব হিন্দু পরিষদ 🍌সূত্রে জানা গিয়েছে, রাম নবমীতে অস্ত্র মি🍎ছিলের আয়োজন করে না আমাদের সংগঠন। তবে বহু জায়গায় রীতি মেনে মানুষ অস্ত্র হাতে নিয়ে মিছিলে সামিল হয়ে থাকেন।