পুরুল্যার ꦓকাশীপুরে গঙ্গাসাগরমুখি ৩ সাধু ও তাঁদের অনুগামীদের নিগ্রহের প্রতিবাদে কলকাতার রাস্তায় মিছিল করল বিশ্ব হিন্দু পরিষদ। এদিন কলকাতার ওয়েলিংটন থেকে ধর্মতলা ওয়াই চ্যানেল পর্যন্ত মিছিল করেন বিশ্ব হিন্দু পরিষদের সদস্য, সমর্থক ও সাধুরা। অরাজনৈতিক এই মিছিল থেকে সাধু নিগ্রহের জন্য🍌 দায়ী করা হয় রাজ্য সরকারকে।
পুরুল্যার সাধু নিগ্রহর প্রতিবাদে আগেই কলকাতায় মিছিলের ডাক দিয়েছিল বিশ্ব হিন্দু পরিষদ। এদিন মিছিলে গেরুয়া বস্ত্র পরে অংশগ্রহণ করেন সাধু - সন্তরা। হাতে ছিল গেরুয়া পতাকা ও পোস্টার। মিছিল থেকে রাজ্য সরকারকে হিন্দু বিরোধী বলে দাবি করে স্লোগান ওঠে। পুরুল্যায় সাধুদের আক্রান্ত হওয়ার জন্য দায়ী করা হয় রাজ্য সরকারকে। ওয়েলিংটন থেকে ধর্মতলা পৌঁছে সেখানেও কিছুক্ষণ বিক্ষোভ দ💧েখান সাধুরা। এর পর রাজ্যপালের কাছে স্মারকলিপি জমা দেন তাঁরা।
মিছিল নিয়ে বিশ্ব হিন্দু পরিষদের দক্ষিণবঙ্গের মুখপাত্র সৌরীশ মুখোপাধ্যায় বলেন, বিশ্বে যে কোনও জায়গায় হিন্দু সাধু সন্তদের ওপর যে কোনও আক্রমণ ♋হলে বিশ্ব হিন্দু পরিষদ তার প্রতিবাদ করবে। পুরুল্যার ঘটনা পুলিশি নিষ্ক্রিয়তার জন্যই ঘটেছে। সনাতন ধর্ম অহিংসায় বিশ্বাস করে। কিন্তু প্রতিবꦅাদ করার অধিকার সবার রয়েছে। আশা করি পুলিশ প্রকৃত দোষীদের গ্রেফতার করবে।
বিশ্ব হিন্দু পরিষদের মিছিলকে কটাক্ষ করে তৃণমূলের তরফে এক প্রতিক্রিয়াꦺয় জানানো হয়েছে। পুরুল্যার ঘটনা দুর্ভাগ্যজনক। লক্ষ লক্ষ সাধু পশ্চিমবঙ্গের ওপর দিয়েই গঙ্গাসাগরে গিয়েছেন। কোথাও কোনও সমস্যা হয়নি। পুরুল্যার ঘটনাটিতে পুলিশ তদন্ত করে জানিয়েছে যে ভাষাগত ভুল বোঝাবুঝি থেকে হামলা হয়েছে। আক্রান্ত সাধুদের পাশে🎀 দাঁড়িয়েছে পুলিশ প্রশাসন। এমনকী অভিযুক্তরাও গ্রেফতার হয়েছে। তার পরও এই মিছিল ঘটনাকে রাজনীতির রং দেওয়ার চেষ্টা হচ্ছে।