আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুন করা হয়েছে। তার পর থেকে রাজ্যজুড়ে আন্দোলনে নেমেছেন জুনিয়র ডাক্তাররা। একাধিক দাবি তুলেছেন তাঁরা। যার ৯৯ শতাংশ মেনে নিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের সরকারি হাসপাতালগুলির নিরাপত্তা এবার আঁটোসাঁটো করতে উদ্যোগী হয়েছেন মুখ্যমন্ত্রী। সেই মতো কাজও শুরু হয়েছে। যার তথ্য সুপ্র⭕িম কোর্টে জমা পড়েছে। এবার রাজ্যের প্রত♊্যেকটি সরকারি হাসপাতালের নিরাপত্তা সংক্রান্ত খুঁটিনাটি জানতে চেয়ে অডিট রিপোর্ট চাইল রাজ্য সরকার। এই আবহে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাসভবনে জরুরি বৈঠক করলেন মুখ্যসচিব মনোজ পন্থ এবং স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগমের সঙ্গে।
এদিকে🔯 একঘণ্টা ধরে চলে জরুরি বৈঠক। এই অচলাবস্থা কাটাতেই এমন বৈঠক বলে মনে করা হচ্ছে। সূত্রের খবর, হাসপাতালের নিরাপত্তা নিয়ে যে কাজ হয়েছে তা জানতে মুখ্যসচিব এবং স্বাস্থ্যসচিবকে নিয়ে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। কারণ ৩১ অক্টোবরের মধ্যে সব কাজ হয়ে যাওয়ার কথা। তেমꦡনই কথা দেওয়া রয়েছে সুপ্রিম কোর্টে। আর এই বৈঠকের পরই আগামীকাল শুক্রবার রাজ্যের সব মেডিক্যাল কলেজ ও হাসপাতালগুলিকে নিয়ে নবান্নে জরুরি বৈঠক ডেকেছেন মুখ্যসচিব মনোজ পন্থ। যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। রাজ্যের সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালগুলির নিরাপত্তা খতিয়ে দেখতে আছে বিশেষ অডিট কমিটি। ওই কমিটির পক্ষ থেকেও প্রতিটি জেলার জেল শাসক ও পুলিশ সুপারকে চিঠি পাঠানো হয়েছে। তাতে বলা হয়েছে, আগামী ৩০ অক্টোবর তারিখের মধ্যে বিস্তারিত রিপোর্ট রাজ্যের কাছে পাঠাতে হবে।
আরও পড়ুন: ‘জয় বাংলা’ স্লোগান দিতেই মারধর করা হল আইনজীবীকে, আদালত চত্বরে তপ্ত বাতাবরণ