নেতাজির জন্মজয়ন্তীতে বক্তব্য় রাখলেন বাংলার মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্ܫযোপাধ্য়ায়। সেখানে তিনি নেতাজির জীবনের নানা দিক তুলে ধরেন। তিনি বলেন,নেতাজি প্ল্যানিং কমিশন তৈরি করেছিলেন. কিন্তু দেশের কী দুর্ভাগ্য! যে মানুষটা দেশের জন্য় লড়াই করতে গিয়ে, দেশকে দিশা দেখাতে গিয়ে কোথায় যে হারিয়ে গেলেন তা আমরা জানলাম না। জন্মদিনটা জানলেও তাঁর মৃত্য়ুদিনটা জানি না। চির অমাবস্য়ার ঘোরতর অন্ধকারে লুক্কায়িত আছে। আমাদের সরকার আসার পরে ৬৪টা ফাইল আমাদের কাছে ছিল। আমরা সেটা পাবলিক ডোমেনে নিয়ে এসেছিলাম। বিজেপি আসার আগে বলেছিল আমরা সব রহস্য সামনে আনব। কিন্তু পরে সব ভুলে যায়।
মমতা বলেন, নেতাজির নামে পোর্ট আর ডকের নাম ছিল। কিন্তু সেটাও বদলে ফেলা হয়েছে। প্ল্যানিং কমিশন তুলে দিয়েছে। …আজকে নেতাজির মূর্তির সামনে দাঁড়িয়ে বলতে ইচ্ছা করে আর তো নেতাজির মতো নেতা জন্মাল না। আর একজন নেতাজি, রবীন্দ্রনাথ গান্ধীজি, বিবেকানন্দ জন্মাবে না। জয়হিন্দ চিরস্থায়ী। ইন্ডিয়ান আর্মি চিরস্থায়ী হয়ে থাকবে꧋।
মমতা বলেন, নেতাজির জন্মদিনকে আমি জাতীয় ছুটির দিন হিসাবে ঘোষণা করতে পারেনি। এখানে পলিটিকাল ব্যাপারে ছুটি হয়ে যায়। জয় হিন্দ চিরকাল বেঁচে থাকবে। নেতাজি হারিয়ে গেলဣেন। ফিরে পেলাম না। আমরা আজও জানি না তিনি চলে যাওয়ার পরে তাঁর কী দশা হল। তার উপর কী অত্যাচার হল…
মমতা বলেন, মাঝে কেউ কেউ বলছিল আমরা ছাই পাঠাব। আমি বলেছিলা🧸𒊎ম ছাই নেব না, জীবন্ত নেতাজিকে চাই। আমরা ছাই চাই না, ছাই দিয়ে আগুন চাপা যায় না। প্রত্যেকের একটা সেন্টিমেন্ট আছে। নেতাজি জাতির সেন্টিমেন্ট। তাই আজকে এই শুভ জন্মদিনে বার বার বলি, ফিরে আসুক বার বার..জানি না ভালো আছেন কি না…আশীর্বাদ করুন আমরা যেন আপনার পথে চলতে পারি।