করোনা সংক্রমণের হার ক্রমেই বাড়ছে রাজ্যে। ভোট পরবর্তী বাংলায় আক্রন্তের সংখ্যা তড়তড়িয়ে বেড়ে চলেছে। এই পরিস্থিতিতে বেড়েছে মৃতের সংখ্যাও। স্বাস্থ্য দপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে প্রাণ হারিয়েছেন শতাধিক। এছাড়া গত ২৪ ঘণ্টায় রাজ্যে মোট আক্রান্ত হয়েছেন ১৭ হাজার ৬৩৯ জন। বর্তমানে রাজ্যে সক্রিয়া রোগীর সংখ্যা ১ লক্ষ ২০ হাজার ৯৬৪ জন। এদিকে গত ২৪ ঘণ্টায় রাজ্যে সুস্থ হয়েছেন ১ হাজার ৫৪৭ জন।এদিকে গত ২৪ ঘণ্টায় রাজ্যে সবথেকে বেশি সংক্রমণ হয়েছে উত্তর ২৪ পরগনা জেলায়। এদিন কলকাতাকেও টপকে যায় উত্তর ২৪ পরগনা। মৃতের নিরিখেও রাজ্যে শীর্ষে উত্তর ২৪ পরগনা। এদিন উত্তর ২৪ পরগনায় করোনা আক্রান্ত হয়েছে ৩ হাজার ৯৫৪ জন। এছাড়া কলকাতায় করোনা আক্রান্ত হয়েছেব ৩ হাজার ৯১৪ জন। উত্তর ২৪ পরগনায় মারা গিয়েছে ৩৩ জন। এছাড়া কলকাতায় কলকাতায় প্রাণ হারিয়েছেন ৩১ জন।এছাড়া দক্ষিণ ২৪ পরগনা সংক্রমণের তালিকায় তৃতীয় স্থানে রয়েছে। এ জেলায় গত ২৪ ঘণ্টায় ৯৭৬ জন করোনা আক্রান্ত হয়েছেন। হুগলিতে করোনা আক্রান্ত হয়েছে ৯৫৩ জন। এছাড়া আলিপুরদুয়ারে ১০৫ জন, কোচবিহারে ১৫০ জন, দার্জিলিংয়ে ৬১৩ জন আক্রান্ত হয়েছেন করোনায়।এছাড়া কালিম্পংয়ে ১৯ জন, জলপাইগুড়িতে ২৬১ জন, উত্তর দিনাজপুরে ২৫৪ জন, দক্ষিণ দিনাজপুরে ১৯৯ জন, মালদহে ৩৯৫ জন, মুর্শিদাবাদে ৩৬৯ জন, নদিয়ায় ৭০৩ জন, বীরভূমে ৬১৬ জন, পুরুলিয়ায় ২১৫ জন, বাঁকুড়ায় ৪৪১ জন, ঝাড়গ্রামে ১০৬ জন, পশ্চিম মেদিনীপুরে ৩৫৩ জন, পূর্ব মেদিনীপুরে ৬৫৯ জন, পূর্ব বর্ধমানে ৫৭৬ জন, পশ্চিম বর্ধমানে ৮৫০ জন আক্রান্ত হয়েছেন করোনায়।