রাজ্যে করোনা সমক্রমণের বাড়বাড়ন্তের মধ্যে অন্যতম সমস্যা হয়ে উঠেছে RT-PCR পরীক্ষা। আক্রান্ত হলেও রিপোর্ট না থাকায় চিকিৎসা শুরু করা যাচ্ছে না বলে অভিযোগ উঠেছে বিভিন্ন জায়গায়। গুরুতর অবস্থায় হাসপাতালে পৌঁছলেও রিপোর্ট আসতে দিনের পর দিন🌳 কেটে যাচ্ছে বলে অভিযোগ♛। এই সমস্যার সমাধানে গুরুতর উপসর্গ থাকা রোগীদের পরীক্ষায় অগ্রাধিকার দিতে নির্দেশিকা জারি করল স্বাস্থ্য দফতর।
দফতরের নতুন নির্দেশিকা অনুসারে, গুরুতর লক্ষণযুক্ত রোগীদের করোনা পরীক্ষায় অগ্রাধিকার দিতে হব🎐ে পরীক্ষাগারগুলিকে। সেজন্য নমুনার সংগ্রহের টিউবে উপযুক্ত নির্দেশিকার উল্লেখ করতে হবে। দ্রুত সেই নমুনাꦿগুলি পরীক্ষার ব্যবস্থা করে রিপোর্ট পাঠাতে হবে।
করোনা সংক্💙রমণ বৃদ্ধির পর পরীক্ষা করাতে গিয়ে দীর্ঘ অপেক্ষা করতে হচ্ছে রাজ্যজুড়ে। কোথাও নমুনা সংগ্রহের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম নেই, কোথাও নমুনা সংগ্রহ হলেও ৭ – ১০ দিন লাগছে রিপোর্ট পেতে। 🍷ততদিনে আবার করোনামুক্ত হয়ে যাচ্ছেন অনেকে। ফলে চিকিৎসকরা বিভ্রান্তিতে পড়ছেন।
রাজ্যে করোনা আক্রান্ত হলে চিকিৎসা পেতে প্রথমে RT-PCR রিপোর্ট পজিটিভ থাকা বাধ্যতামূলক বলে জানিয়েছিল সরকার। পরে স্বাস্থ্য ভবনের তরফে জানানো হয়, রিপোর্ট না থাকলেও উপসর্গ থাকলেই চিকিৎসা করতে হবে। কিন্তু গুরুতর রোগীদের ক্ষেত্রে রিপোর্ট না থাকলে অনেক সময় চিকিৎসা দিতে সমস্যা হচ্ছে। বহু ক্ষেত্রে দুর্ঘটনায় আহত ব্যক্তির দ্রুত অস্ত্রোপচারের প্রয়োজন হলেও করোনা রিপোর্ট না থাকায় সিদ্ধান্ত নিতে পারছেন না চিকিৎসকরা। এꦯবার সেই সব সমস্যার সমাধান হবে বলে আশা করা যাচ্ছে।