সোমবার থেকে পশ্চিমবঙ্গের গ্রিন ও অরেঞ্জ জোনেꦏ দোকান খোলার ছাড়পত্রের ঘোষণায় আশায় বুক বেঁধেছেন রাজ্যের সুরারসিকরা।
লকডাউন ঘোষণা করার পর থেকে কপাল পু✱ড়েছে সুরাপ্রেমীদের। দোকান, শপিং মল তো বটেই, নিষেধাজ্ঞার আওতায় পড়ে তা💯লা ঝুলেছে বাংলার তাবৎ পানশালা ও নাইটক্লাবগলিতেওু। ফলে তৃষিত চিত্তে দিনাতিপাত ছাড়া কোনও উপায় খুঁজে পাননি রসিকজন।
আরও পড়ুন: সোমবার থেকে খুলবে দোকান, চলবে♛ বাস, এক ঝলকে দেখে নিন🐽 মুখ্যমন্ত্রীর ঘোষণা
মদের দোকানে অকস্মাৎ ঝাঁপ পড়ার ফলে যথারীতি পানীয় নিয়ে কালোবাজারি শুরু হয়ে গিয়েছে। যে সমস্ত সস্তার ব্র্যান্ডের ৩৭৫ মিলির বোতলের দাম মেরেকেটে ১৩০ টাকা, লকডাউনকালে চাহিদার ঢেউয়ে চেপে তা-ই কালোবাজারে বিকোচ্ছে ১০০০-১২꧟০০ টাকায়। কিন্তু লকডাউনের মেয়াদবৃদ্ধিতে ইদানীং সেই উপায় অবলম্বন করেও নেশার খোরাক জোটাতে হিমশিম খাচ্ছেন সুরারসিকরা।
এর আগেও লকডাউনের মাঝে রাজ্যে শর্তসাপেক্ষে মদ বিক্রির উদ্যোগ নিয়েছিল পশ্চিমবঙ্গ প্রশাসন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চেয়েছিলেন, হোম ডেলিভারি প্রক্রিয়ায় মদের বোতল ঘরে পৌঁছে দেওয়ার ব্যবস্থা চালু করতে। কিন্তু তাতে বাধ সাধ🐼ে পুলিশ। সুতরাং সেই সম্ভাবনা অঙ্কুরেই বিনষ্ট হয়।