♛ কলকাতা পুরসভায় প্রশাসন💧িক বোর্ড গঠন করা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ফের চিঠি লিখে জবাব চাইলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনখড়।
গত ৬ মে রাজ্য সরকার কলকাতা পুরসভা༒য় প্রশাসক মণ্ডলি বসানোর বিজ্ঞপ্তি প্রকাশ করে। রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের দফতরের সচিবই তাঁকে প্রশাসনিক বোর্ডের প্রধান ঘোষণা করে বিজ্ঞপ্তি জারি করেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জরুরি পরিস্থিতিতে রা♍জ্যপালের অনুমোদন অনুসারে রাজ্য সরকারে♏র তরফে প্রশাসনিক বোর্ড গঠন করা হয়েছে। সেই বিজ্ঞপ্তির জেরে রাজ্যের মুখ্যসচিবকে চিঠি লেখেন রাজ্যপাল জগদীপ ধনখড়।
আরও পড়ুন: কলকাতা পুরসভার প্রশাসনিক বোর্ড গঠনে আইনের অপব্যবহার হ🍷য়েছে: হাইকোর্ট
সেই চিঠির উত্তর না পাওয়ায় ৭ মে মুখ্যমন্ত্রীকে চিঠি লিখে ধনখড় জানান, রাজ্যপালকে তথ্য জাꩲনানো মুখ্যমন্ত্রীর কর্তব্য। কিন্তু সেই চিঠিরও জবাব পাওয়া যায়নি।
এতটুকু না দমে তাই বৃহস্পতিবার ফের মমতাকে চিঠি পাঠিয়েছেন ধনখড়। চিঠিতে তিনি প্রশ্ন তুলেছেন কলকাতা পꦕুরসভার প্রশাসনিক বোর্ড সদস্যদের বাছাই পদ্ধতি নিয়ে। তিনি জানিয়েছেন, এর আগে রাজ্যের মুখ্য সচিব এবং মুখ্যমন্ত্রীকে চিঠি লি𓄧খলেও উত্তর পাননি।
আরও পড়ুন: কলকাতা পুরনিগমের প্রশাস🍸ক পদে ফিরহাদ, আদালতে যাওয়ার হুঁশিয়ারি BJP-র
সাম্প্রতিক চিঠিতে মুখ্যমন্ত্রীর সাংবিধানিক দায়িত্ব মনে করিয়ে দিয়ে রাজ্যপাল জানিয়েছেন, কলকাতা পুরসভার প্রশাসনিক বোর্ড গঠন সংক্রান্ত যে তথ্য জানতে চাওয়া হয়েছে, তা য♍েন অবিলম্বে তাঁকে জানানো হয়। এই প্রসঙ্গে তিনি সংবিধানের ১৬৭ নম্বর অনুচ্ছেদ উল্লেখ করে মুখ্যমন্ত্রীকে কড়া ভাষায় রাজ্যপালের প্রতি তাঁর কর্তব্যে গাফিলতির অভিযোগ তুলেছেন।
শুধু তাই নয়, মুখ্যমন্ত্রীর নিরবচ্ছিন্ন নীরবতা ‘দুর্ভা💞গ্যজনক ও সংবিধানের ১৬৪ নম্বর অনুচ্ছেদ অনুসারে শপথের পরিপন্থী’ বলেও অভিযোগ করেছেন রাজ্যপাল ধনখড়। এই চিঠি পাওয়ার পরে যেন অবিলম্বে জবাব দেওয়া হয়, সেই কথাও জানাতে ভোলেননি ধনখড়।