নাম কিরণ দত্ত। তবে ইউটিউবার 'বং গাই' হিসাবেই তিনি খ্যাতি পেয়েছেন। ইউটিউবে ভিডিয়ো বানিয়ে ইতিমধ্যেই সিলভার ও গোল্ডন বটন-এর মাইলফলক ছুঁ🌃য়েছেন কিরণ। সেই সুখবর ফেসবুকের পাতায় নিজেই জানিয়েছিলেন ইউটিউবার। তবে সম্প্রতি একটা পোস্ট কিরণ সাফ লিখেছেন, নম্বরের পিছনে তিন🍒ি ছোটেন না, অনেক সাবস্ক্রাইবার তাঁর চাই না।
'বং গাই' কিরণ দত্ত তাঁর নিজেরই একটা পোস্টের কমেন্ট বক্সে নিজের মতামত জানিয়ে লেখেন, ‘সত্য়ি বলতে কি আমি হালকা কনফিউসড। নম্বরের🍬 পিছনে ছুটতে চাইলে শর্টস ব🎶ানিয়ে অনেক তাড়াতাড়ি সাবস্ক্রাইবার বাড়বে এবং সেটা আমি গত মাসে নিজেই পরীক্ষা করে দেখালাম। তবে সেটা করলে কয়েক বছর পর নিজেরই মনে হবে নম্বরের চক্করে ভালো লাগার পর কাজ করলাম না? লকডাউন অ্যানথেমের মতো সবার মনে থেকে যাওয়া কাজ করলাম না? ভিউসের চক্করে রিলেটেবল কমেডি করলাম! সত্যিই আমার ইচ্ছে নেই এভাবে বাড়ানোর। তাই ঠিক করেছি শুধু নম্বরের পিছনে দৌড়াব না। তোমরা যে ভালোবাসা দাও, নম্বরের ঊর্ধ্বে সেই ভালোবাসা আমার চাই। তাই গুণগত মান ঠিক রেখে যেভাবে এগনো যায় সেভাবে এগোব।’
আরও পড়ুন-সি-ℱসেকশনের মাধ্যমে মা হয়েছেন, মেয়ের জন্মের ১মাসও কাটেনি, ফের ডেট নাইটে গেলেন শ্রীময়ী
আরও পড়ুন-পরিচালক কাট বলার পরও উনি ঠ🍬োঁট ছাড়তেই চাইছিলে🔯ন না, অন্তরঙ্গ দৃশ্য নিয়ে বিস্ফোরক সায়নী
প্রসঙ্গত একসময় ছাত্র হিসাবে বেশ মেধাবী ছিলেন কিরণ দত্ত। মাধ্যমিক-উচ্চমাধ্যমিকে ভালো ফল করে ইঞ্জিনিয়ারিং পাশ করেন, তারপর চাকরির হাতছানি ছেড়ে চলে এসেছিলেন ইউটিউবের দুনিয়ায়। তিনি যখন বং গাই হয়ে কাজ শুরু করেছিলেন। তখন বাংলায় ইউটিউবারদের এত জনপ্রিয়তা তৈরি হয়নি। তবে ধীরে ধীরে ভালো কাজই কিরণকে সাফল্য এনে দেয়। বর্তমানে অভিনয় দুনিয়ার তারকাদের থেকে কিছু কম জনপ্র🌳িয় নন 'বং গাই' কিরণ। বহু টলি তারকা ছবির প্রচারের জন্য তাঁর চ্যানেলকে ব্যবহারও করেন। এমনকি ইউটিউব থেকে লক্ষ লক্ষ টাকা রোজগারও করেন তিনি। তবে সেই কিরণই এখন অকপটে জানাচ্ছেন শুধু নম্বরের পিছনে ছুটতে চান না তিনি।