রাজ্যে কর্মসংস্থানের হাল নিয়ে বিস্ফোরক স্বীকারোক্তি রাজ্যের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের। শনিবার একটি বেসরকারি অনুষ্ঠানে অংশগ্রহণ করে তিনি দাবি করেন, ১০ জনের সঙ্গে সাকไ্ষাৎ হলে অন্তত ৫ জন চাকরি চান। যাতে বিরোধীদের কটাক্ষ, অবশেষে নিজেদের ব্যর্থতা মেনে নিলেন শোভনদেববাবু।
এদিন এক বেসরকারি অনুষ্ঠানে শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, ‘এই যে ১২ লক্ষ ছেলে ময়ে (মাধ্যমিক) পরীক্ষা দিয়েছে। এর মধ্যে ৮৬ শতাংশ পাশ করেছে। এরা কিন্তু শিক্ষিত বেকার তৈরি হয়ে গেল। এখন গ্র্যাজুয়েশন, মাস্টার ডিগ্রি করে আর চাকরি পাওয়া যায় না। রোজ আমি যখন সাধারণ মানুষের সঙ্গে কথা বলি তখন ১০ জনের মধ্যে অন্তত ৫ জন আমাকে চাকরি দেওয়ার অনুরোধ করেন। কোনও কোনও সংখ্যাটা এর থেকে বেশিও হয়। কী পাশ ♊করলে মানুষ চাকরি পাবেন সেটা জানা দরকার।’
শোভনদেববাবুর স্বীকারোক্তি শুনে বিজেপি নেতা রাহুল সিনহা বলেন, ‘শোভনদেববাবু সত্যি কথা বলে ফেলেছেন। ক্ষমতায় আসার পর থেকেই তো তৃণমূল কংগ্রেস বলেছে শিল্প হবে। কিন্তু কোথায় শিল্প? উলটে শ💖িল্পকারখানা সব পশ্চিমবঙ্গ ছেড়ে পালিয়েছে। এরাজ্যে ইনফোসিস এসেছিল। যাওয়ার সময় তারা বলে গিয়েছে, আর যেখানেই যাই পশ্চিমবঙ্গে নয়। পশ্চিমবঙ্গে কর্মসংস্কৃতি নষ্ট হয়ে গিয়েছে। কেউ ভালো করে পাশ করলেও কাজ কোথায়? কাজই তো নেই।’