জেলবন্দি রাজ্যের প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের শারীরিক অবস্থার কথা জানতে চেয়ে বেসরকারি হাসপাতালকে চিঠি দিল ইডি। কাউকে কিছু না জানিয়েই হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। ইতিমধ্যে জ্যোতিপ্রিয়র শারীরিক অবস্থার কথা জানতে চেয়েছে আদালত। বুধবার ব্যাঙ্কশাল ಌআদালতের বিশেষ PMLA আদালতে জ্যোতিপ্রিয়র জামিনের আবেদনের শুনানি রয়েছে।
আরও পড়ুন - আরজি কর কাণ্ডে নয়া স🧔ূত্রের খোঁজে CBI, তলব এক পুলিশ অফিসারকে, তদন্ত এবার ꦺকোন পথে?
পড়তে থাকুন - কসবা কাণ্ডের তদন্তে নয়া মোড়, সু𝔉শান্ত 'খুনের ছক' কষেছিল জেল ফেরত এক খুনে✱র আসামি!
গত ১৪ নভেম্বর জামিনের আবেদনের শুনানির সময় আদালতে ইডি জানতে পারে যে রেশন দুর্নীতিতে গ্রেফতার জ্যোতিপ্রিয়𝔉 মল্লিক বাইপাসের ধারে বেসরকারি হাস🤪পাতালে ভর্তি। জ্যোতিপ্রিয়র আইনজীবী জানান জেল হাসপাতালের চিকিৎসকদের পরামর্শেই সেখানে ভর্তি করা হয়েছে তাঁকে। তবে তার পর থেকে জ্যোতিপ্রিয়র শারীরিক অবস্থা নিয়ে তেমন কোনও খবর প্রকাশ্যে আসেনি। ওদিকে জ্যোতিপ্রিয়র আইনজীবী জানানো মাত্রই তাঁর শারীরিক অবস্থা জানতে চান বিচারক। এবার একই তথ্য চেয়ে হাসপাতালকে চিঠি দিল ইডি।
চিঠিতে জ্যোতিপ্রিয় কী উপসর্গ নিয়ে ভর্তি হয়েছিলে💮ন। এখন তিনি কেমন আছেন ও তাঁকে ছুটি দিতে কতদিন লাগতে পারে তা জানতে চাওয়া হয়ে🐽ছে।
রেশন দুর্নীতিতে ২০২৩ সালের দুর্গাপুজোর ঠিক পরে গ্রেফতার হয়েছিলেন জ্যোতিপ্রিয়। তার পর থেকে তাঁর শারীরিক অসুস্থতা নিয়ে কম জলঘোলা হয়নি। দীর্ঘদিন SSKM হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। অবশেষে কলকাতা হাইকোর্ট তাঁর অসুস্থতা নিয়ে উদ্বেগ প্রকাশ করলে হাসপাতাল ছেড়ে জেলে ফেরত যান জ্যোতিপ্রিয়। SSKMএ ভর্তি থাকাকালীন ত♕াঁকে বহাল তবিয়তে কেবিনের ভিতরে হাঁটাচলা করতে দেখা গিয়েছে।
আরও পড়ুন - 𝕴‘হিন্দুরা সংখ্যায় কম হলে কী হতে পারে তার বেলডাঙা তার প্রকৃষ্ঠ উদাহরণ’
বলে ▨রাখি, বুধবার আদালতে জ্যোতিপ্রিয়র জামিনের আবেদনের শুনানি। সেখানে ফের একবার প্রাক্তন মন্ত্রীর অসুস্থতাকে হাতিয়ার করতে পারেন তাঁর আইনজীবী। তার আগে হাসপাতালের কাছ থেকে রিপোর্ট নিয়ে তৈরি থাকতে চাইছে ইডিও।