অনেকেই ছুটির দিনে কলকাতা বইমেলায় যাওয়ার পরিকল্পনা করে রেখেছেন। এখন যেহেতু শিয়ালদা থেকে সল্টলেক সেক্টর ফা🗹ইভ পর্যন্ত মেট্রো চলাচল করে, তাই মেট্রোয় চেপে বইমেলায় যাবেন বলে ঠিক করেছেন অনেকেই। কিন্তু রবিবার (২১ জানুয়ারি) কি আদৌও ইস্ট-ওয়েস্ট মেট্রো চলবে? কলকাতা মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে যে রবিবার ইস্ট-ওয়েস্ট মেট্রো করিডরে পরিষেবা মিলবে। সেক্ষেত্রে কখন ইস্ট-ওয়েস্ট মেট্রো করিডরে পরিষেবা শুরু হবে, কখন শেষ মেট্রো মিলবে, কতক্ষণের ব্যবধানে মেট্রো আসবে, কতগুলি মেট্রো চালানো হবে, তা দেখে নিন।
২১ জানুয়ারি ইস্ট-ওয়েস্ট মেট্রো করিডরের পরিষেবা
কলকাতা মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, রবিবার (২১ জানুয়ারি) ইস্ট-ওয়েস্ট করিডরে মোট ৮০টি মেট্রো চালানো হবে। শিয়ালদা থেকে সল্টলেক সেক্টর ফাইভের দিকে ৪০টি মেট্রো চলবে। আর সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদায় ৪০টি মেট্রো আসবে।🌟 বেলা ১২ টা ৫৫ মিনিট থেকে পরিষেবা শুরু হবে। মেট্রো চলবে র✃াত ১০ টা পর্যন্ত। দুপুর ২ টো ৫৫ মিনিট থেকে রাত ৯ টা ১৯ মিনিট পর্যন্ত ১২ মিনিটের ব্যবধানে মেট্রো মিলবে।
ইস্ট-ওয়েস্ট মেট্রো করিডরে প্রথম মেট্রোর সময় (২১ জানুয়ারি)
১) শিয়ালদা ��থেকে সল্টলেক সেক্টর ফা✃ইভ: বেলা ১২ টা ৫৫ মিনিট।
২) সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদা: দুপুর ১ টা।
ইস্ট-ওয়েস্ট মেট্রো করিডরে শেষ মেট্রোর সময় (২১ জানুয়ারি)
১) শিয়꧑ালদা থেকে সল্টলেক সেক্টর ফ🥃াইভ: রাত ৯ টা ৩৫ মিনিট।
২) সল্টলেক সেক্টর ফাইভ থে𒀰কে শিয়ালদা: রাত ৯ টা ৪০ মিনিট।
২৮ জানুয়ারিও কি ইস্ট-ওয়েস্ট মেট্রো করিডরে পরিষেবা মিলবে?
তবে শুধু ২১ জানুয়ারি নয়, কলকাতা বইমেলা উপলক্ষ্যে পরের সপ্তাহের রবিবারও (২৮ জানুয়ারি) ইস্ট-ওয়েস্ট মেট্রো করিডরে পরিষেবা মিলবে🔴। ২১ জানুয়ারি যে সূচি অনুযায়ী মেট্রো চলবে, ২৮ জানুয়ারিও সেই টাইমটেবিল মেনে পরিষেবা চালু রাখা হবে বলে কলকাতা মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে।
আরও পড়ুন: Kol✅kata Airport Mꦬetro Station: সেজে উঠছে কলকাতা এয়ারপোর্ট মেট্রো স্টেশন, দেখে নিন চমকে দেওয়া ছবি
২০২৪ সালে কতদিন কলকাতা বইমেলা চলবে?
পাবলিশার্স অ্যান্ড বুকসেলা🐲র গিল্ডের তরফে জানানো হয়েছে, এবার বইমেলা শুরু হয়েছে বৃহস্পতিবার (১৮ 🌠জানুয়ারি) পর্যন্ত। আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত চলবে বইমেলা। সল্টলেকের করুণাময়ীর সেন্ট্রাল পার্কে কলকাতা বইমেলা হচ্ছে।