পুলিশ কমিশনার বদলের কয়েক ঘণ্টার মুখে কলকাতায় দুষ্কৃতীদের হামলার মুখে পুলিশকর্মীরা। বিশ্বকর্মাপুজোর আগে তপসিয়ার চায়না টাউনে নাকা চেকিংয়ের সময় আক্রান্ত হন ট্রাফিক পুলিশের এক সার্জেন্ট। ভাঙচুর করা হয় পুলিশের গড়ি। ঘটনায় আহত হয়েছেন ১ ক๊ন্সটেবল ও ১ সিভিক ভলান্টিয়ারও।
আরও পড়ুন - ‘একটা অত্যাচারী লো𝓡ক, যে ব্রিটিশের অত্যাচারকেও হার মানিয়েছে’
পড়তে থাকুন - মনোজ ভার্ম💙াকে 'সিপিএমের দালাল' বলেছিলেন ♒মমতা, বিনীত সরতেই তিনিই হলেন নতুন সিপি
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাতে চায়না টাউনের কাছে নাকা চেকিং করছিলেন কলকাতা পুলিশের পার্ক সার্কাস ট্র্যাফিক গার্ডের সার্জেন্ট কৌতুক ঘোষ। সেখানে বেপরোয়া একটি মোটরসাইককে আটকান তিনি। অভিযোগ, কিছুক্ষণের মধ্যে সেখানে এসে হাজির হয় আরও বেশ কিছু মোটরসাইকেল। কৌতুক༒বাবু বাইকের নথি দেখতে চাইলে তাঁকে মারধর শুরু করে বাইক আরোহীরা। ২০ - ৩০ জন মিলে তাঁকে মারধর করে বলে অভিযোগ। তাঁকে বাঁচাতে গিয়ে আহত হন এক কন্সটেবল ও এক সিভিক ভলান্টিয়ার। দুষ্কৃতীরা পুলিশের গাড়ির কাচ ভাঙচুর করে। ভাঙচুর করা হয় কৌতুক বাবুর মোটরসাইকেলটিও।
আরও পড়ুন - চলবে কর্মবিরতি! রাত ᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚদেড়টায় ঘোষণা জুনিয়র ডাক্তারদের𝓰, ফের মমতার সঙ্গে বৈঠক চান