হাওড়ার টিকিয়াপাড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় সাকিব নামে এক দুষ্কৃতীকে গ্রেফতার করল পুলিশ। পুলিশের দাবি, এই যুবকই পুলিশকর্মীর পিছনে লাথি মেরেছিলেন। হাওড়ায় পুলিশের ওপর হামলার ঘটনার যে ভিডিয়ো প্রকাশ্যে এসেছিল তাতে দেখা যায়, হামলার সময় এক পুলিশ কর্মীর পিছনে লাফিয়ে লাথি মারছেন লুঙ্গি পরা এক যুবক। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় সেই ছবি। সেই ছবি টুইট করেন বিজেপির নেতারা। সঙ্গে দাবি করেন, টিকিয়াপাড়ার ঘটনা ‘লুঙ্গিবাহিনী’-র কাজ। প্রকাশিত ভিডিয়ো থেকে অভিযুক্তকে চিহ্নিত করে টিকিয়াপাড়ায় হানা দেয় হাওড়া সিটি পুলিশের একটি দল। গ্রেফতার করা হয় অভিযুক্ত সাকিবকে। হাওড়ার পুলিশ কমিশনার কুণাল আগরওয়াল জানিয়েছেন, ‘পুলিশের ওপর হামলার ঘটনা স্বীকার করেছে অভিযুক্ত। তাঁকে আরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’বলে রাখি, টিকিয়াপাড়া হামলার ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে বলে আগেই জানানো হয়েছিল রাজ্য পুলিশের তরফে। ওই ঘটনায় শুক্রবার পর্যন্ত গ্রেফতারির সংখ্যা ১৪।