আরজি কর মেডিক্যাল কল🌌েজ ও হাসপাতালের অন্দরে তরুণী চিকিৎসকের মৃত্যু ঘিরে প্রশ্নের ঝড🌌় অব্যাহত। ইতিমধ্যেই সিবিআই তদন্ত শুরু হয়েছে। বিচারের আশায় থাকা মানুষ পথে নেমে বিক্ষোভে শামিল হয়েছেন। বিক্ষোভে জুনিয়র চিকিৎসকরা। এই কাণ্ডে মৃত্যু ও ধর্ষণের ঘটনার প্রতিবাদে নেমেছে বিজেপিও। রবিবার পূর্ব মেদিনীপুরের রামনগরে এক সভায় শুভেন্দু অধিকারী আরজি কর কাণ্ড নিয়ে মুখ খোলেন।
বাংলার বুকে মহিলা নিরাপত্তা নিয়ে এদিন শুভেন্দু অধিকারী প্রশ্ন তোলেন। রাজ্যের বিরোধী দলনেতা তথা বিজেপির নেতা শুভেন্দু অধিকারী বলেন,'উত্তর প্রদেশে একটা ঘটনা সামনে এলে যোগীজি কী করেন দেখতে পাচ্ছেন। অসমেও ঘটেছিল এমন ঘটনা। পুকুরে চুবিয়ে চুবিয়ে পুলিশ জল খাইয়েছে। মহারাষ্ট্রেও আমাদের সরকার .. সেখানে বদলাপুরে রাম নাম সত্য হ্যায় করে দেওয়া হয়েছে ধর্ষকের। আর একটা অদ্ভুত রাজ্যে আমরা বাস করি.൩.।' শুভেন্দু অধিকারী তুলে ধরেন আরজি কর নির্যাতিতার ঘটনা, তিনি তুলে ধরেন ৩৬ ঘণ্টা কর্মরত থাকার পর নির্যাতিতার সঙ্গে ঘটে যাওয়া সেই অভিশপ্ত ঘটনার কথা।
শুভেন্দু অধিকারী তাঁর বক্তব্যে তুলে ধরেন সুপ্রিম কোর্টের কথা। বলেন, আরজি করের ঘটনায় সিবিআইয়ের জমা করা রিপোর্ট দেখে স্তম্ভিত হয়েছে সুপ্রিম কোর্টও। পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী একইসঙ্গে বলেন,' কী অদ্ভূত.. গ্রেফতার ধর্ষক সঞ্জয় রাই, তার সঙ্গে গ্রেফতার ডাᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚক্তার সন্দীপ ঘোষ। একই জেলে গ্রেফতার টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল।' খোঁচার সুরে শুভেন্দু প্রশ্ন তোলেন,'ভাবতে পারেন আপনি আক্রান্ত হলে কোথায় যাবেন? থানায় তো? ꧒অথচ দেখুন থানার ওসিও জেলে। আরজি করের প্রাক্তন মালিকও জেলে। এ ভূ-ভারতে কোথাও নেই।'
(Video: 'মেয়ে, স্ত্রী, অভিষেক, মমতার নামে' দিলেন পুজো! কঙ𝓰্কালীতলায় গিয়ে ফুঁপিয়ে কান্না অনুব্রতর )
(Mamata Banerjee: ‘ঠান্ডা লꦓাগছে না?'-ফের মমতাময়ী দিদি, স্বজনহারাকে দিলেন নিজের চাদর )
( Israel-Hezboll🍒ah: ঠিক ইজায়েলি এয়ারস্ট্রাইক আছড়ে পড়ার জায়গা থেকে উদ্ধার হেজবোল্লা চিফ নাসারাল্লার দেহ- Report)
রাজ্যের বি𒅌রোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন,' আমি রাজ্যের বিরোধী দলনেতা। আমি আপনাদের বলি… একটা ঘরে অত্যাচার করেছে, অন্য ঘরে নিয়ে গিয়ে দেহ রেখেছে, পোস্ট মর্টেমের পরে যে জামাকাপড় সঙ্গে দেওয়া হয়েছে, সেটাও বদলে দেওয়া হয়েছে, ভিসেরা বদলেছে, রক্তের স্যাম্পেল বদলেছে, সিসিটিভি ফুটেজ নষ্ট করেছে, ভাবতে পা🐻রেন কোন রাজ্যে আপনারা আছেন? কে এই মুখ্যমন্ত্রী?'