লোকসভা ভোটের সময় 🌺ভোজপুরী স্টার পবন সিংকে বাংলায় প্রার্থী করেছিল বিজেপি। সেই সময়ই বিজেপি বিরোধী শিবির থেকে নানান সমালোচনা ওঠে। এরপর প্রার্থীপদ থেকে নিজেই সরে যান পবন সিং। অস্বস্তিতে পড়েছিল বিজেপি। বিষয়টি নিয়ে খোঁচা দিতে ছাড়েনি তৃণমূল। এবার জামুড়িয়ার তৃণমূল বিধায়ক হরেরাম সিং চাপের মুখে পড়ে বাতিল করতে বাধ্য হলেন ভোজপুরী তারকা পবন সিংয়ের অনুষ্ঠান। কী নিয়ে ছিল এই ‘চাপ।’ এদিকে, অনুষ্ঠান বাতিল হওয়ার পর তোপ দাগতে ছাড়েনি বিজেপি।
বাংলা পক্ষ সহ একাধিক সংগঠন বাংলার বুকে ভোজপুরী গায়ক পবন সিংয়ের অনুষ্ঠানের বিরুদ্ধে সরব হয়েছিল কিছুদিন আগে। অনুষ্ঠান হওয়ার কথা ছিল কালীপুজোয়। এদিকে চাপ বাড়ছিল জামুড়িয়🐻ার তৃণমূল বিধায়ক হরেরাম সিংয়ের উপর। এরপর শনিবার তাঁর শিবির স্পষ্ট জানিয়ে দিয়েছে,পবন সিংয়ের অনুষ্ঠান ঘিরে বিভিন্ন মহলের প্রতিবাদ💧ের জেরেই এই সিদ্ধান্ত। এদিকে বিষয়টি নিয়ে সরব বিজেপি। গেরুয়া শিবিরের দাবি, এমন একজন স্টারকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়ে, শেষে শো বাতিল করা মানে, তাঁকে অপমান করা।
তৃণমূলের বিধায়ক হরেরাম সিং ও তাঁর ছেলে তৃণমূলের যুবনেতা প্রেমপাল সিং কালীপুজোর এক অনুষ্ঠানে পবন সিংকে গান গাইবার জন্য আমন্ত্রণ জানান। গর্গ চট্টোপাধ্যায়দের বাংলাপক্ষ বিষয়টি নিয়ে সরব হয়। বাংলাপক্ষের দাবি, পবন সিং বাংলার মহিলাদের বিদ্বেষী। তাঁর বহু গানে বাংলার মহিলাদের নিয়ে অশালীন কিছু বার্তা রয়েছে। উল্লেখ্য পবনকে যখন এর আগে ২০২৪ লোকসভা ভোটে প্রার্থী করেছিল বিজেপি, তখন এই কারণটি দেখিয়েই খোঁচার সুরে তার বিরোধিতা করেছিল তৃণমূল। অভিষেক বন্দ্যোপাধ্যায়ও সরব 🍒হয়েছিলেন সেই সময়। এদিকে𒁃, প্রশ্ন উঠছে, পবন সিংকে ঘিরে এত কাণ্ড হওয়ার পর কীভাবে তৃণমূলেরই বিধায়ক এই ভোজপুরী স্টারকে আমন্ত্রণ জানালেন? এদিন প্রেমপাল সিং বলেন,' পবন সিংহের গানের অনুষ্ঠান বাতিল করা হল। বিভিন্ন সংগঠন-সহ অনেকেই এই অনুষ্ঠান বাতিল করার জন্য আন্দোলনমুখী হয়েছিলেন।' তিনি জানান সেই কারণেই এই সিদ্ধান্ত।
এদিকে, আসানসোল দক্ষিণের বিধায়ক তথা বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পল বলেন, কোনও গায়ককে এনে এভাবে অপমান ঠিক নয়। তিনি বলেন,' গায়ক গায়কের মতো করে গান করে। নরেন্দ্র মোদী শিখিয়েছেন, আমরা সবাই ভারতবর্ষের নাগরিক। আমরা সবাই ভারতীয়।' তিনি এই প্রস🃏ঙ্গে কয়েকদিন আগে শিলিগুড়িতে কয়েকজন বিহারের বাসিন্দাকে মারধর করার প্রসঙ্গটিও টেনে আনেন। সেই ইস্যুতে বাংলাপক্ষের বিরুদ্ধেও সরব হল অগ্নিমিত্রা।