বেসরকারি বাস কম বেশি রাস্তায় পাওয়া গেলেও বহু রুটে সরকারি বাস তুলনায় অনেক কম। ফলে সমস্যায় পড়তে হচ্ছে যাত্রীদের। এই অবস্থায় যাত্রী সুবিধার্থে আরও নতুন সরকারি বাস নামাতে চলেছে রাজ্য পরিবহণ দফতর। সব মিলিয়ে রাজ্যের বিভিন্ন 💎জেলার রাস্তায় নামাবে ৩০০ট🐲ি নতুন বাস। বাকি ৪০০টি বাস মেরামত করা হবে। সূত্রের খবর, জানুয়ারি মাসেই এই বাসগুলি চালু করা হবে।
আরও পড়ুন: বাসের মধ্যে দুষণহীনꦿ বাতাসে শ্বাস নিতে পারবেন যাত্রীরা, বসছে বিশেষ যন্ত্র
পরিবহণ দফতর সূত্রে জানা গিয়েছে, এই বাসগুলি চালুর জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ করা হ🌱য়েছে। মুখ্যমন্ত্♐রী মমতা বন্দ্যোপাধ্যায় চলতি মাসে বিভিন্ন জেলায় সফরে যাবেন। সেখান থেকে তিনি এই বাসগুলি উদ্বোধন করতে পারেন বলে জানা গিয়েছে। ইতিমধ্যে এ বিষয় ডব্লুবিটিসি, এসবিএসটিসি, এনবিএসটিসি প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে। পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী জানিয়েছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ২৭৫ টি নতুন বাস দ্রুত নামানো হচ্ছে। বাকি বাস ধাপে ধাপে নামানো হবে বলে জানা গিয়েছে। পরিবহণ মন্ত্রী জানিয়েছেন যাত্রী সুবিধার্থের কথা মাথায় রেখে নতুন বাসের পাশাপাশি পুরনো বাসগুলিকে মেরামত এবং রং করে রাস্তায় নামানো হচ্ছে।
বর্তমানে বহু বাস ডিপোয় পড়ে রয়েছে। সেই সমস্ত বাসগুলি সংস্কার করে রাস্তায় নামানো হবে। সে ক্ষেত্রে যেমন চালু রুটে বাসের সংখ্যা বাড়ানো হবে তেমনি এক🐠াধিক নতুন রুট চালু করা হবে। পরিবহণ দফতর সূত্রে জানা গিয়েছে, জঙ্গলমহলের প্রত্যন্ত এলাকায় যোগাযোগ ব্যবস্থাকে আর উন্নত করতে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে বেশ কয়টি নতুন রুটে বাস পরিষেবা চালু করা হবে। মুখ্য🔯মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জেলা সফরে থাকাকালীন সেগুলির উদ্বোধন করা হতে পারে বলে জানা গিয়েছে।
প্রসঙ্গত, দীর্ঘদিন পরিবহণ দপ্তরের দায়িত্ব সামলেছেন রাজ্যের বর্তমান মুখ্যসচিব ভগবতীপ্রসাদ গোপালিকা। তাই তিনি𒁏ও এবিষয়ে উদ্যোগ নিচ্ছেন। উল্লেখ্য, ১ জানুয়ারি থেকে রাজ্যের পরিবহণ ক্ষেত্রে ওয়েভার স্কিম চালুর ক্ষেত্রেও তাঁর ভূমিকা রয়েছ। পরিবহণ দফতর সূত্রের খবর, বর্তমানে এই তিনটি সংস্থার অধীনে আড়াই হাজার বাস চলে। নতুন বাস চালু হলে সেক্ষেত্রে ৩ হাজার বাস রাস্তায় চলবে। এক্ষেত্রে সুবিধা হবে বলে মনে করছে রাজ্য পরিবহণ দফতর।