বুধবারও স্বস্তির খবর বয়ে আনল সো♑না। এদিন কলকাতায় হলুদ ধাতুর দাম পড়েছে। একইসঙ্গে রুপোর দরও কমেছে।
এদিন অবশেষে ৩৯,০০০ টাকার নিচে নেমেছে ১০ গ্রাম গয়না সোনা। মঙ্গলবার ১০ গ্রাম গয়না সোনার দাম ছিল ৩৯,২৪০ টাকা। বুধবার তা কমে হয়েছে ৩৮,৯৮৫ টাকা। দাম কমেছে পাকা সোনার। মঙ্গলবারের তুলনায় ২৭০ টাকা পড়েছে ১০ গ্রাম পাকা সোনার দাম। কমেছে ১০ গ্রাম হলমার্ক সোনার গয়নার দামও। বুধবার কলকাতায় ১০ গ্রাম হলমার্ক সোনার গয়নার দꦺাম থাকবে ৩৯,৫৭০ টাকা। যা মঙ্গলবারের থেকে ২৬০ টাকা কম।
রুপোর দামও বুধবার পড়েছে।♔ মঙ্গলবারের থেকে ২০০ টাকা কমেছে এক কেজি রুপোর বাট ও খুচরো রুপোর দাম। বুধবার কলকাতায় সোনা ও রুপোর দ🍸াম কত থাকবে, তা একনজরে দেখে নেওয়া যাক –
• ২৪ ক্যারাট, পাকা সোনা (১০ গ্রাম) – ৪১,০৯০ টাকা।
• ২২ ক্যারাট, গয়না সোনไা (১০ গ্রাম) – ৩৮,৯৮৫ টাকা।
• ২২ ক্যারাট, হলমা✨র্ক সোনার গয়না (১০ গ্রাম) -৩৯,৫৭০ টাকা।
• রুপোর বাট (প্রতি কেজি) – ৪৬,২০০ টাকা।
• খুচরো রুপো (প্রতি কেজি) – ৪৬,৩০০ টাকা।