গণেশ চতুর্থীর প্রা🍌ক্কালে সুপারমার্কেটে গণপতির মূর্তি ভাঙার জন্য বছর চুয়ান্নর এক মহিলার বিরুদ্ধে আইনি পদক্ষেপ করল বাহরাইন সরকার।
সোশ🌄্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যাওয়া এক ভিডিয়োয় দেখা গিয়েছে, বাহরাইনের মানামা শহরের জুফেইর অঞ্চলে এক সুপারমার্কেটের দোকানে সাজানো গণেশের মূর্তি মাটিতে আছড়ে ফেলে ভাঙছেন ওই মধ্যবয়সীনি। সেই সঙ্গে তাঁকে আরবি ভাষায় চিৎকার করতে শোনা গিয়েছে, ‘এটা মুসলিম রাষ্ট্র।’
ঘটনার তীব্র নিন্দা করেছেন বাহরাইনের রাজ উপদে❀ষ্টা আহমেদ আল খ💎লিফা।
বাহরাইন স্বরাষ্ট্🌸র মন্ত্রক টুইটারে জানিয়েছে, অভিযুক্ত মহিলাকে আদালতে পাঠানো হয়েছে। টুইটে বলা হয়েছে, 🍸;‘জুফেইরে এক দোকানে ভাঙচুর করা, এক ধর্মীয় সম্প্রদায় ও তাঁদের আচারের রীতির অবমাননা করার অভিযোগে ৫৪ বছরের এক মহিলার বিরুদ্ধে আইনি পদক্ষেপ করেছে ক্যাপিটাল পুলিশ। অভিযুক্তকে আদালতে তোলা হয়েছে।’
প্রসঙ্গত, বাহরাইনের বিদেশি নাগরিকদের মধ্যে সংখ্যায় সর্বোচ্চ ভারতীয়র𓆉া। সে দেশের মোট ১৩ লাখ জনসংখ্যার মধ্যে ভারতীয়র সংখ্যা ৪,০০,০০০। তাঁদের মধ্যে হিন্দু ধর্মাবলম্বীদের সংখ্যাগরিষ্ঠতা রয়েছে যার দরুণ বাহরাইনের মোট জনসং🏅খ্যার ৯.৮% হিন্দু ধর্মাবলম্বী। এই তথ্য জানা গিয়েছে বাহরাইনের ২০১০ সালের জনগণনায়।