বাংলা নিউজ > হাতে গরম > দিল্লি হিংসা- আইবি অফিসার অঙ্কিত শর্মাকে হত্যা করার অভিযোগে গ্রেফতার আপ কাউন্সিলর
দিল্লি হিংসার সময় নালা থেকে উদ্ধার হয় আইবি অফিসার অঙ্কিত শর্মার দেহ। সেই হত্যায় প্রধান অভিযুক্ত সাসপেন্ড হওয়া আপ কাউন্সিলর তাহির হুসেনকে গ্রেফতার করল দিল্লি পুলিশ। এদিন দিল্লির এক আদালতে আত্মসমর🅘্পণ করার আবেদন করেন তাহির। কিন্তু সেই 🌄আবেদন গ্রাহ্য করেনি আদালত। এরপরই তাঁকে গ্রেফতার করা হয়।
অতিরিক্ত প্রধান মেট্রোপলিটন ম্যাজিস💮্ট্রেট বিশাল পাহুজা জানান যে হুসেনের আবেদনের বিষয়টি তাঁর এক্তিয়ারভুক্ত নয়। হুসেনের আইনজীবী বলেন যে তাঁর মক্কেল হুমকি পাচ্ছেন। তাঁকে মিথ্যা অভিযোগে ফাঁসানো হয়েছে বলে আদালতে জানান তাহির।
অঙ্কিতের পরিবার তাহিরের বিরুদ্ধে হত্যার অভিযোগ এনেছে। এরপরই আম আদমিཧ পার্টি তাঁকে দল থেকে সাসপেন্ড করেছে। দিল্লি হিংসায় কমপক্ষে ৪৮ জন মারা গি♈য়েছেন। এর মধ্যে আছেন অঙ্কিত শর্মা সহ দুজন নিরাপত্তাকর্মী।
হাতে গরম খবর